স্পর্শকাতর বুথের ছবি ওয়েবসাইটে দেখানোর ব্যবস্থা কমিশনের
জলপাইগুড়িতে কেমন হচ্ছে ভোটপর্ব? কিংবা কোচবিহারে? দেখতে চান সরাসরি? কিংবা কোনও বুথে গোলমালের লাইভ ছবি? ওয়েবসাইটে এবারই প্রথম স্পর্শকাতর বুথের ছবি দেখানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশিএবারই প্রথম ভোটে নজরদারি করেছে কমিশনের পাঁচটি বিশেষ গাড়ি।
জলপাইগুড়িতে কেমন হচ্ছে ভোটপর্ব? কিংবা কোচবিহারে? দেখতে চান সরাসরি? কিংবা কোনও বুথে গোলমালের লাইভ ছবি? ওয়েবসাইটে এবারই প্রথম স্পর্শকাতর বুথের ছবি দেখানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশিএবারই প্রথম ভোটে নজরদারি করেছে কমিশনের পাঁচটি বিশেষ গাড়ি।
উত্তরবঙ্গের চারটি লোকসভা কেন্দ্রের ১২০টি স্পর্শকাতর বুথে বৃহস্পতিবার ভোট চলাকালীন নজর চালিয়েছে নির্বাচন কমিশন। ১২০টি স্পর্শকাতর বুথ ক্লোজ সার্কিট ক্যামেরায় বন্দি। সে ছবি সরাসরি আপলোড করা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে।
এ সুযোগ শুধু কমিশনের কর্মীদের জন্যই নয়। সকলের জন্য। মাউসের ক্লিকেই যে কেউ পৌছে যেতে পারবেন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার বা আলিপুরদুয়ারের কোনও বুথে। এদিন চারটি কেন্দ্রের ভোটে লাগাতার নজরদারি চালিয়েছে কমিশনের পাঁচটি বিশেষ গাড়ি। ওই গাড়ির ওপর ক্যামেরা বসানো। কোথাও কোনওরকম গণ্ডগোলের খবর পেলেই সেখানে দ্রুত পৌছেছে কমিশনের এই বিশেষ গাড়ি। পোশাকি নাম লাইভ মনিটারিং সেন্সিটিভ এরিয়া।
এবার ভোটেই প্রথম মহিলা ভোটকর্মীরা ভোট পরিচালনা করলেন। চার কেন্দ্রের বেশ কিছু বুথই ছিল মহিলাদের দ্বারা পরিচালিত। সেসব জায়গায় ছিল কড়া নিরাপত্তা। সুষ্ঠুভাবে সেই সব কেন্দ্রেই মতদান করেছেন ভোটাররা।