পাখির মল বা বিষ্ঠায় থাকে ষাটেরও বেশি ঘাতক রোগ-জীবানু! দাবি বিজ্ঞানীদের

শ্বাস কষ্ট, বুকে ব্যথা, কাশি, জ্বর ছাড়াও নিউমোনিয়া, মেনিনজাইটিস বা ‘সিটাকোসিস’ নামে এক ধরনের ফ্লু শরীরে বাসা বাঁধতে পারে।

Updated By: Sep 4, 2019, 04:21 PM IST
পাখির মল বা বিষ্ঠায় থাকে ষাটেরও বেশি ঘাতক রোগ-জীবানু! দাবি বিজ্ঞানীদের
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: অনেকেই আছেন যাঁরা শখ করে বাড়িতে পাখি পোষেন। এমন মানুষের সংখ্যাও কম নয় যাঁরা পাখির ব্যবসা করেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ষাটেরও বেশি ঘাতক রোগ-জীবানু ছড়ায় পাখির মল বা বিষ্ঠা থেকে!

কর্নাটক ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড ফিসারিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, পাখির মল বা বিষ্ঠা থেকে নানা রকমের রোগ-জীবানু সংক্রমিত হতে পারে। শ্বাস কষ্ট, বুকে ব্যথা, কাশি, জ্বর ছাড়াও নিউমোনিয়া, মেনিনজাইটিস বা ‘সিটাকোসিস’ নামে এক ধরনের ফ্লু শরীরে বাসা বাঁধতে পারে। এ ছাড়া, ফুসফুসে সংক্রমণের ফলে ‘হিসটোপ্লাসমোসিস’ নামের প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে। এ সব ছাড়াও, মাথাব্যথা, ত্বকের সমস্যা, ডাইরিয়ার মতো সমস্যাও হতে পারে পাখির মল বা বিষ্ঠা থেকে।

আরও পড়ুন: হঠাৎ দৃষ্টিশক্তি হারাল ১৭ বছরের কিশোর! অতিরিক্ত ফ্রেঞ্চ ফ্রাই, চিপস খাওয়ার ফল, জানালেন চিকিত্সকরা

স্কটিশ স্বাস্থ্য সচিব জিন ফ্রিম্যান জানান, পাখির বা বিশেষ করে পায়রার মল বা বিষ্ঠা থেকে মারাত্মক সব রোগ-জীবানু ছড়াতে পারে। ক্যান্ডিডায়সিস নামের মারাত্মক ছত্রাকের সংক্রমণ হতে পারে পায়রার মল বা বিষ্ঠা থেকে। ক্যান্ডিডায়সিসের সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছালে শ্বাস কষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে।

কী করে সতর্ক থাকবেন?

বাড়িতে বা ঘরের কোনও অংশে পাখির বা বিশেষ করে পায়রার মল জমলে তা পরিষ্কার করার আগে জায়গাটি জল দিয়ে ভিজিয়ে নিন। তার পর পরিষ্কার করুন।

পায়রার মল বা বিষ্ঠা পরিষ্কারের সময় নাক-মুখে ঢেকে নিন।

ফিনাইল দিয়ে ভাল করে ধুয়ে জায়গাটি ভাল করে জীবানুমুক্ত করার চেষ্টা করুন।

বাড়িতে শিশু বা বয়ষ্ক মানুষ থাকলে পাখি না পোষাই ভাল।

 

তথ্যসূত্র: বিবিসি, মেডিক্যাল নিউজ টুডে, ব্যাঙ্গালোর মিরর।

.