পঞ্চাশেই পানসে জীবন! কমছে কামেচ্ছা? জেনে নিন সহজ সমাধান

অনেক সময়ই দেখা গিয়েছে, বয়স একটু বেড়ে গেলেই যৌনতায় অনিচ্ছা চলে আসে বহু মানুষের। অনেক সময় তা থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও হতে পারে। 

Edited By: সুদীপ দে | Updated By: Jan 16, 2020, 03:01 PM IST
পঞ্চাশেই পানসে জীবন! কমছে কামেচ্ছা? জেনে নিন সহজ সমাধান

নিজস্ব প্রতিবেদন: অনেক সময়ই দেখা গিয়েছে, বয়স একটু বেড়ে গেলেই যৌনতায় অনিচ্ছা চলে আসে বহু মানুষের। অনেক সময় তা থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও হতে পারে। আবার এমনও হয়, যৌনতায় অনিচ্ছা না থাকা সত্ত্বেও তা সাধ্যে কুলোয়া না। কিন্তু এ ক্ষেত্রে উপায় কী? ভায়াগ্রা? না, বরং কিছু সাধারণ নিয়ম মেনে চললেই বৃদ্ধ বয়সেও সক্রিয় যৌন জীবন পেতে পারেন অনায়াসে।

যৌবনে টেস্টোস্টেরন হরমোন যথেষ্ট পরিমাণে ক্ষরিত হয় বলে যৌন মিলনের বাসনা ষোলো আনা থাকে। কিন্তু, বার্ধক্যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমে যায় বলে ইচ্ছেটাও কমে যেতে থাকে। এ ছাড়াও অতিরিক্ত মেদ শরীরের নমনীয়তায় নষ্ট করে দেয়। এর সঙ্গে শীঘ্র পতন, ধ্বজভঙ্গ, শ্বাসকষ্টের মতো একাধিক সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এ বার জেনে নেওয়া যাক কী করবেন।

প্রথমেই শরীরের অতিরিক্ত ওজন, মেদ ঝরিয়ে ফেলুন। ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দিতে হবে বা যতটা সম্ভব পারেন কমিয়ে ফেলতে হবে। ফ্যাটসমৃদ্ধ খাবার, মিষ্টি, কোল্ড ড্রিংকস খাওয়া বন্ধ করতে হবে। পরিবর্তে প্রচুর শাক-সবজি, ফল খান।

ব্লাড প্রেশারের ওষুধ, অ্যান্টি-হিস্টামিন, অ্যান্টি-ডিপ্রেসেন্ট, অ্যাসিড রিফ্লাক্সের ওষুধ সেক্সের ইচ্ছা কমিয়ে দেয়। তাই, চিকিৎসকের সঙ্গে কথা বলে তবেই এ সব ওষুধ খাওয়া উচিত। পাশাপাশি চিকিত্সকের পরামর্শ অনুযায়ী, ভায়াগ্রা জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে। ভায়াগ্রা কামেচ্ছা বাড়ানোর পাশাপাশি ধ্বজভঙ্গেও ভাল কাজ দেয়। তবে ভায়াগ্রা সেবনের আগে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন। কারণ, ব্লাড প্রেশার, সুগার, কিডনির অসুখে মাত্রাতিরিক্ত ভায়াগ্রা সেবন মারাত্মক ক্ষতিকারক। এর সঙ্গে শীঘ্রপতন ঠেকাতে আজকাল বাজারে বিভিন্ন ধরনের জেল ও স্প্রে পাওয়া যায়। সেইগুলি ব্যবহারে ভাল ফল মেলে। প্রয়োজনে এ ক্ষেত্রেও এগুলি ব্যবহারের আগে চিকিত্সকের পরামর্শ নিন।

আরও পড়ুন: মোবাইলে পর্নোগ্রাফি দেখার অভ্যাস ডেকে আনতে পারে এই মারাত্মক বিপদগুলি!

এর সঙ্গে পাতে রাখুন এমন কিছু খাবার যা পুরুষদের উর্বরতা শক্তি বৃদ্ধিতে বিশেষ ভাবে সহায়ক। যেমন, কলায় রয়েছে ভিটামিন সি আর ভিটামিন বি-১ যা শুক্রাণুর কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। রসুনে রয়েছে ভিটামিন বি-৬ ও সেলেনিয়াম। বিশেষজ্ঞদের মতে, এই উপাদানগুলি পুরুষদের উর্বরতা বাড়াতে সাহায্য করে। ব্রোকোলি খেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্রোকোলি খেলে স্পার্ম কাউন্ট প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পায়। এ ছাড়াও পাতে রাখুন পালং শাক। বিশেষজ্ঞদের (নিউট্রিশনিস্ট) মতে, পালং শাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি-৯ রয়েছে। সক্রিয় শুক্রাণুর জন্য এই ভিটামিন বি-৯ খুবই জরুরি। এটি শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

.