Coronavirus: দেশে দৈনিক সংক্রমণ ফের ৪০ হাজারের উপরে, উর্ধ্বমুখী Active Case
পরিস্থিতি ভয়াবহ কেরলে।
নিজস্ব প্রতিবেদন: পরিস্থিতির হেরফের হল না বিশেষ। শনিবারও দেশে দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের উপর। সঙ্গে বাড়ল অ্যাকটিভ কেসও। প্রথম ঢেউয়ের মতো ভয়ঙ্কর অবস্থা কেরলে। সেরাজ্যে আবার ৪ দিন ধরে দৈনিক সংক্রমণ ২০ হাজারের বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। আর মৃত্যু? আপাতত সংখ্যাটা ৪ লক্ষ ২৩ হাজার ৮১০। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৫৯৩ জন।
India reports 41,649 new #COVID19 cases, 37,291 recoveries, and 593 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 3,16,13,993
Active cases: 4,08,920
Total recoveries: 3,07,81,263
Death toll: 4,23,810Total vaccination: 46,15,18,479 pic.twitter.com/ZwC3fUVTu4
— ANI (@ANI) July 31, 2021
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ২৯১ জন। সংখ্য়াটা কিন্তু দৈনিক সংক্রমণের তুলনা অনেকটাই কম। অর্থাত্ অ্যাকটিভ কেসও বাড়ছে। করোনার ডেল্টা প্রজাতি নিয়ে আবার আশঙ্কার কথা শুনিয়েছে মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (Disease Control and Prevention)। তাদের তথ্য অনুযায়ী, আরও সংক্রামক হতে চলেছে করোনার ডেল্টা প্রকৃতি। চিকেনপক্সের মতোই ভাইরাস সহজে ছড়িয়ে পড়ে।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)