সুখবর- শিয়ালদহ নর্থের এবার ১২ কোচের ট্রেন, চলছে উদ্যোগ

শিয়ালদহ নর্থের নিত্য যাত্রীদের জন্য এবার সুখবর। বারো কোচের ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল । শিয়ালদহ ডি আর এমের তরফে ইতিমধ্যেই রেল বোর্জের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বারো কোচের ট্রেন চালানোর উপযোগী লাইন ও প্ল্যাটফর্ম তৈরি করতে বোর্ডের কাছে ২৯ কোটি টাকা চাওয়া হয়েছে বোর্ডের তরফে গ্রন সিগন্যাল পেলেই শুরু হবে কাজ।

Updated By: Jul 7, 2016, 01:23 PM IST
সুখবর- শিয়ালদহ নর্থের এবার ১২ কোচের ট্রেন, চলছে উদ্যোগ

ওয়েব ডেস্ক: শিয়ালদহ নর্থের নিত্য যাত্রীদের জন্য এবার সুখবর। বারো কোচের ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল । শিয়ালদহ ডি আর এমের তরফে ইতিমধ্যেই রেল বোর্জের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বারো কোচের ট্রেন চালানোর উপযোগী লাইন ও প্ল্যাটফর্ম তৈরি করতে বোর্ডের কাছে ২৯ কোটি টাকা চাওয়া হয়েছে বোর্ডের তরফে গ্রন সিগন্যাল পেলেই শুরু হবে কাজ।

আরও পড়ুন, ফ্রি ওয়াইফাই থেকে এমএমএসে খাবারের অর্ডার-রেল বাজেট A to Z

এখন অবস্থা-
শিয়ালদহ নর্থ সেকশনে এখন ৯ কোচের ট্রেন চলে
প্রতিদিন যাতায়াত করেন প্রায় ৭ থেকে ৮ লক্ষ যাত্রী

বারো কামরার ট্রেন চালাতে প্রয়োজন-
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো
লুপ লাইনের দৈর্ঘ্য বাড়ানো

.