বাতানুকূল যন্ত্রে বিস্ফোরণ; মৃত এক

বেঙ্গল চেম্বার অফ কমার্সের দফতরে বাতানুকূল যন্ত্রে বিস্ফোরণে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। মৃতের নাম শেন্টু মজুমদার। আহত আরও একজন হাসপাতালে ভর্তি। এই দুজনই বণিকসভার এসি প্ল্যান্টে সারাইয়ের কাজ করছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ডালহৌসিতে বেঙ্গল চেম্বার অফ কমার্সের দফতরে বিকল ছিল বাতানুকূল যন্ত্র । বিকল যন্ত্র সারাতে শনিবার বিকেলে দুজন কাজ করছিলেন সংস্থার এসি প্ল্যান্টে।

Updated By: Dec 8, 2012, 09:45 PM IST

বেঙ্গল চেম্বার অফ কমার্সের দফতরে বাতানুকূল যন্ত্রে বিস্ফোরণে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। মৃতের নাম শেন্টু মজুমদার। আহত আরও একজন হাসপাতালে ভর্তি। এই দুজনই বণিকসভার এসি প্ল্যান্টে সারাইয়ের কাজ করছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ডালহৌসিতে বেঙ্গল চেম্বার অফ কমার্সের দফতরে বিকল ছিল বাতানুকূল যন্ত্র । বিকল যন্ত্র সারাতে শনিবার বিকেলে দুজন কাজ করছিলেন সংস্থার এসি প্ল্যান্টে।
শেন্টু মজুমদার এবং মহম্মদ জসিম, দুই কর্মীই উত্তর চব্বিশ পরগনার খড়দহের বাসিন্দা। আচমকাই বিকল হয়ে যাওয়া বাতানুকূল যন্ত্রের কম্প্রেসর ফেটে যায়। বিস্ফোরণে গুরুতর জখম হন ওই দুজন। মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা শেন্টু মজুমদারকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন মহম্মদ জসিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। জানা গেছে, বিস্ফোরণের পর ওই বিকল যন্ত্র থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে । ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল।

.