দমদম বিমানবন্দরে কর্মীদের আন্দোলন
বেতন এবং পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন দমদম বিমানবন্দরের কর্মীরা। দীর্ঘদিন ধরেই পদোন্নতি এবং বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন তাঁরা।
বেতন এবং পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন দমদম বিমানবন্দরের কর্মীরা। দীর্ঘদিন ধরেই পদোন্নতি এবং বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন তাঁরা। এর আগে কর্মীরা বিমানবন্দর চত্বরে একটি মোমবাতি মিছিলও করেছিলেন। সোমবার সকালে এয়ারপোর্ট অথরিটির অধিকর্তার ঘরের সামনে কালো ব্যাজ পড়ে বিক্ষোভে সামিল হন কর্মীরা। এরপর কর্তৃপক্ষের সঙ্গে দাবিদাওয়া নিয়ে তাদের বৈঠক শুরু হয়। দাবিপূরণ না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। এরফলে বিমানবন্দদের পরিষেবা ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে যাত্রীদের কথা মাথায় রেখে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরুরও সম্ভাবনা রয়েছে বলে আন্দোলনরত কর্মীদের তরফে জানানো হয়েছে।