পুরসভার নোটিসে সঙ্কটে আয়লা দুর্গতরা

সুন্দরবনের আয়লা দুর্গতদের উঠে যাওয়ার নির্দেশ দিল বিধাননগর পুরসভা এবং পুর ও নগরোন্নয়ন দফতর। আয়লা বিদ্ধস্ত প্রায় আড়াইশোটি গৃহহীন পরিবার চলে আসে সল্টলেকে। সেখানেই পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনস্ত জায়গায় বসবাস শুরু করে পরিবারগুলি।

Updated By: Aug 13, 2014, 06:51 PM IST
পুরসভার নোটিসে সঙ্কটে আয়লা দুর্গতরা

কলকাতা: সুন্দরবনের আয়লা দুর্গতদের উঠে যাওয়ার নির্দেশ দিল বিধাননগর পুরসভা এবং পুর ও নগরোন্নয়ন দফতর। আয়লা বিধ্বস্ত প্রায় আড়াইশোটি গৃহহীন পরিবার চলে আসে সল্টলেকে। সেখানেই পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনস্ত জায়গায় বসবাস শুরু করে পরিবারগুলি।

দিন তিনচারেক আগে এই পরিবারগুলিকে উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে অগাস্ট পর্যন্ত।  এই নোটিসেই বিপাকে পড়েছেন আয়লা দুর্গত পরিবারগুলি। এলাকা ছাড়ার নোটিস আড়ইশো সত্তর থেকে আশিটি শিশুর ভবিষ্যত্‍ অন্ধকারে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ। এই শিশুগুলির পঠনপাঠনের দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়েছে পরিবারগুলি।

 

.