Kolkata Accident: ফের ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে গেলেন যুবক! সাতসকালে ফুলবাগানে দুর্ঘটনা, মৃত ১...

Kolkata Accident: দেড় মাস আগে উল্টোডাঙ্গা এলাকায় দুটি বাসের রেষারেষির জেরে ক্ষুদে স্কুল পড়ুয়ার মৃত্যুর পর শহরে পথ দুর্ঘটনা ঠেকাতে নড়েচড়ে বসে পুলিশ এবং পরিবহন দফতর। 

Updated By: Dec 23, 2024, 09:26 AM IST
Kolkata Accident: ফের ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে গেলেন যুবক! সাতসকালে ফুলবাগানে দুর্ঘটনা, মৃত ১...

অয়ন ঘোষাল: শেষ রাতে মর্মান্তিক দুর্ঘটনা ফুলবাগান থানা এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা বাইকের। রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক যুবক। NRS হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। মাথায় হেলমেট ছিলনা বলে প্রাথমিক খবর পুলিস সূত্রে। দেড় মাস আগে উল্টোডাঙ্গা এলাকায় দুটি বাসের রেষারেষির জেরে ক্ষুদে স্কুল পড়ুয়ার মৃত্যুর পর শহরে পথ দুর্ঘটনা ঠেকাতে নড়েচড়ে বসে পুলিশ এবং পরিবহন দফতর। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে তৈরি হয় SOP।

আরও পড়ুন: Mithun Chakraborty: '৯ বললে ৮ হয়, ৮ বললে ৭ হয়', বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে 'নয়া তত্ত্ব' মিঠুনের!

উল্লেখ্য, ঠিক একদিন আগে রবিবার সাত সকালে মা ফ্লাইওভারেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। দুই বাইক আরোহী ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়। চিংড়িঘাটার দিকে থেকে পার্ক সার্কাস যাওয়ার সময় সায়েন্স সিটি মোড়ে ব্রিজের ওপরের ঘটনা। দ্রুত গতিতে যাওয়ার সময় বাঁকে নিয়ন্ত্রণ হারায় বলে পুলিস সূত্রে খবর। মৃত দিশাদ আলম ও আনিস রানা, ১৮ বছরের দুই তরুণ বউবাজারের বাসিন্দা। আরও জানা যায়, উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে উপর থেকে পড়ে যান দু’জন। সাতসকালে দাদার বাইক নিয়ে বেরিয়েছিলেন দিশাদ। চালকের মাথায় হেলমেট থাকলেও পিছনে বসা আরোহীর মাথা ফাঁকা ছিল বলে জানিয়েছে পুলিস।  

শহরে দুর্ঘটনা আটকাতে একগুচ্ছ সিদ্ধান্ত রূপায়ণের নির্দেশ দেওয়া হয়। সেগুলো আগামী বছরের ৩১ মার্চের মধ্যে রূপায়িত করতে বলা হয়। শুধু বছরের একটি সপ্তাহকে ট্র্যাফিক নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালন না করে দুর্ঘটনা প্রবন এলাকায় ঘন ঘন সচেতনতা বৃদ্ধির পাঠ দিতে শুরু করে পুলিস। তাই ফের প্রশ্ন, এতো করে নেট ফল কি? বেপরোয়া বাইক শহরের সর্বত্র ছুটে চলে হেলমেট ছাড়াই। গভীর রাতের মর্মান্তিক দুর্ঘটনা তারই প্রমান।

.