Mithun Chakraborty: '৯ বললে ৮ হয়, ৮ বললে ৭ হয়', বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে 'নয়া তত্ত্ব' মিঠুনের!
Mithun Chakraborty: 'আমরা জানিটা কতটুকু আমাদের দরকার। কিন্তু আমরা একটু বেশি করে বলে রেখেছি। আমাদের যতটা দরকার, ততটা ঠিকই পেয়ে যাব'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '৯ বললে ৮ হয়, ৮ বললে ৭ হয়'। বাংলায় সদস্য় সংগ্রহ অভিযান নিয়ে এবার 'নয়া তত্ত্ব' দিলেন মিঠুন চক্রবর্তী। বললেন, 'আমাদের যতটা দরকার, ততটা ঠিকই পেয়ে যাব'।
ঘটনাটি ঠিক কী? টার্গেট এক কোটি। কিন্তু সেই লক্ষ্য়ের ধারেকাছেও পৌঁছনো যায়নি এখনও! সদস্য় সংগ্রহ অভিযানে নেমে হিমশিম অবস্থা বঙ্গ বিজেপির। পরিস্থিতি এমনই যে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাড়তি সময় চেয়ে নিয়েছেন সুকান্ত, শুভেন্দুরা। এই যখন পরিস্থিতি, তখনই মুখ খুললেন মিঠুন।
এদিন বেহালায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে মহাগুরু বলেন, 'আমি নিশ্চিত হবে। সেইজন্য়ই বলেছি, দেখা যাক আমরা কতখানি করতে পারি। সত্য়ি কথা বলতে. টার্গেট আমরা জেনেশুনেই বেশি রেখেছি। ৯ বললে ৮ হয়, ৮ বললে ৭ হয়। আমরা জানিটা কতটুকু আমাদের দরকার। কিন্তু আমরা একটু বেশি করে বলে রেখেছি। আমাদের যতটা দরকার, ততটা ঠিকই পেয়ে যাব'।
এদিকে সদস্য সংগ্রহে থম হওয়ার জেলওয়াড়ি জমে উঠেছে বঙ্গ বিজেপিতে। সদস্য সংগ্রহের প্রতি দিনের তথ্য কেন্দ্রীয় ভাবে জমা পড়ছে বিশেষ অ্যাপে। আর তাতেই জানা যাচ্ছে, ক্রমতালিকায় কোন জেলায় কত নম্বরে। প্রায় প্রথম দিন থেকে প্রথম স্থান দখলে জোর লড়াই চলছিল দুই জেলার। দক্ষিণ দিনাজপুর(বালুরঘাট লোকসভা কেন্দ্র) আর নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা(রানাঘাট লোকসভা কেন্দ্র)।
আরও পড়ুন: Natua Dance: পুরুলিয়ার ৭০০ বছরের 'নাটুয়া নৃত্য', এবার দিল্লির প্রজাতন্ত্র দিবসে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)