BJP Manifesto: টাকা আসবে কীভাবে? 'আমি বেনিয়া, ভরসা রাখুন,' মনে করালেন Shah

ইশতাহারকে (BJP Manifesto) 'সোনার বাংলা সংকল্পপত্র' আখ্যা দিয়েছে বিজেপি (BJP)।

Updated By: Mar 21, 2021, 11:26 PM IST
BJP Manifesto: টাকা আসবে কীভাবে? 'আমি বেনিয়া, ভরসা রাখুন,' মনে করালেন Shah

নিজস্ব প্রতিবেদন: ইশতাহারে (BJP Manifesto) রয়েছে ঢালাও প্রতিশ্রুতি। মৎস্যজীবী, কীর্তনিয়াদের ভাতা থেকে শুরু করে মহিলাদের বিনামূল্যে পড়াশুনো। প্রশ্ন হল, এত টাকা আসবে কোথা থেকে? তা আঁচ করে সংকল্পপত্রপাঠের আগেই জবাব দিলেন অমিত শাহ (Amit Shah)। মনে করিয়ে দিলেন, তিনি ব্যবসায়ী। অর্থসংস্থান করেই প্রতিশ্রুতি দিচ্ছেন। 

অমিত শাহ (Amit Shah) এ দিন বলেন,'আমি নিজে সংকল্পপত্র দেখেছি। পরে কোনও সাংবাদিক জিজ্ঞেস করতে পারেন, অর্থসংস্থান কীভাবে হবে? বাংলার বাজেটের ১৫ শতাংশের বেশি নয়। এক এক পয়সার হিসাব রয়েছে। আমি বেনিয়া (ব্যবসায়ী)। ভরসা রাখুন। সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারব।' 
          
ইশতাহারকে (BJP Manifesto) 'সোনার বাংলা সংকল্পপত্র' আখ্যা দিয়েছে বিজেপি (BJP)। অমিত শাহের (Amit Shah) কথায়,'আসল পরিবর্তনের লক্ষ্যে আমাদের সংকল্পপত্র। ২০১৬ সাল থেকে বাংলায় ঘুরছে আমাদের কর্মীরা। সবার থেকে মতামত সংগ্রহ করেছেন। আমাদের সমর্থন করেছেন বাংলার মানুষ। এটা নৈতিক দায়িত্ব, বাংলার জনগণের ইচ্ছা ও আকাঙক্ষাকে পূরণ করি।'

স্বাধীনতার পর থেকে বাংলা শাসন করেছে  কংগ্রেস, বাম ও তৃণমূল। একবার বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান করলেন শাহ। তাঁর বার্তা,'৩৪ বছর বামেদের দিয়েছেন। ১০ বছর দিয়েছেন মমতাকে। স্বাধীনতার পর কংগ্রেস শাসন করেছে। ৫ বছর নরেন্দ্র মোদীকে দিন। নিরাপদ ও অনুপ্রবেশমুক্ত বাংলার প্রতিশ্রুতি দিচ্ছি। বড় স্বপ্ন নিয়ে এসেছি। সমর্থন করুন। গুন্ডাদের ভয় পাবেন না। গুন্ডারা কিচ্ছু করতে পারবে না। সোনার বাংলা নির্মাণে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করুন।'

আরও পড়ুন- Bengal election 2021: 'গুজরাটি ইশতাহারকে প্রত্যাখান বাংলার', তোপ Abhishek থেকে Nusrat-র

.