দিশাহীন বাজেট, এটাই নির্বাচনের পুরস্কার, জনতাকে মনে করিয়ে দিলেন মমতা
বাজেটে মূল্যস্ফীতির আশঙ্কা বিরোধী নেতানেত্রীদের। একই সুর মমতার গলায়।
নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় মোদী সরকারের বাজেটকে লক্ষ্যহীন আখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাজেটের জেরে বাড়বে জিনিসপত্রের দাম। একইসঙ্গে মমতার কটাক্ষ, এটাই নির্বাচনের পুরস্কার।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,'বাজেট সর্বৈব দিশাহীন। বেলাইন বাজেট। পেট্রোল ও ডিজেলে শুধু আমদানি সেসই নয়, শুল্কও চাপানো হয়েছে। এর জেরে প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়বে ২.৫০ টাকা। ২.৩০ টাকা দাম বাড়বে লিটারপিছু ডিজেলের'।
#Budget2019 is completely visionless. In fact, the total vision is derailed. On top of it, not only have they imposed cess but also special additional excise duty on petrol and diesel leading to price increase by nearly Rs 2.50/litre for petrol and Rs 2.30/litre for diesel 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2019
মমতাও আরও লিখেছেন,'পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বাড়বে। তার ফলে বৃদ্ধি পাবে শাক-সবজির দাম। ভোগান্তি হবে সাধারণ মানুষের'। বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতায় এসেছে মোদী সরকার। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা দুহাত তুলে সমর্থন দিয়েছেন। সে দিকেই ইঙ্গিত করে মমতার কটাক্ষ, এটাই নির্বাচনের পুরস্কার।
As a result, price hikes will hit from transport to market to kitchens.
Commoners are suffering and suffering...This is Election Prize!! 2/2#Budget2019
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2019
বাজেটের অবশ্য ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'বাজেট উন্নয়নমুখী, নাগরিকবান্ধব ও আগামীর দিশারি। দেশকে সমৃদ্ধশালী ও সাধারণ মানুষের শক্তি বৃদ্ধি করবে। সুনিশ্চিত হবে গরিবদের ক্ষমতায়ন। যুবকের আগামীর দিশা দেখাবে। মধ্যবিত্তকে প্রগতি পথে নিয়ে যাবে বাজেট। গতি পাবে উন্নয়ন। পরিকাঠামো আধুনিকীকরণেও জোর দেওয়া হয়েছে। লাভবান হবেন ব্যবসায়ীরা। শিক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে'।