Covid 19: টিকা নেওয়ার পরেও কতজন আক্রান্ত? তথ্য নেই, হাইকোর্টে জানাল কেন্দ্র
হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি।
নিজস্ব প্রতিবেদন: ভ্য়াকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও রক্ষা নেই! করোনা আক্রান্ত হচ্ছেন অনেকেই। সংখ্যাটা কত? হাইকোর্টকে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানালেন, টিকা নেওয়ার পর আক্রান্তের তথ্য সংগ্রহের পরিকাঠামো নেই কেন্দ্রের। সব রাজ্যকেই চিঠি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেই চিঠিতে টিকা নেওয়ার পর আক্রান্তদের তথ্য জানাতে বলা হয়েছে।
চলতি বছরের এপ্রিল-মে মাসে শীর্ষে পৌঁছয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তখন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বস্তুত, পরিস্থিতি ঠিকঠাক থাকলে পুজোর ছুটির পর স্কুল খোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে শিক্ষকদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: NMP: এটা মোদীর নয় দেশের সম্পদ, কেন্দ্রের সম্পত্তি নগদীকরণ প্রকল্পে তোপ Mamata-র
টিকা নেওয়ার পরেও কতজন করোনা আক্রান্ত হয়েছেন? তা জানতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টের। এদিন মামলাটির শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালেন ডিভিশন বেঞ্চে। কেন্দ্রের কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, করোনার টিকা দুটি ডোজে নেওয়ার পরে দেশে কতজন আক্রান্ত হয়েছেন? জবাবে অতিরিক্ত অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, তথ্য সংগ্রহ করার মতো পরিকাঠামো নেই। রাজ্যগুলিকে চিঠি দিয়ে টিকা নেওয়ার পর আক্রান্তদের তথ্য জানাতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। নয়া গাইডলাইন মেনে করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত হাসপাতাল ও স্বাস্থ্যকন্দ্রগুলিকেও তথ্য আপলোড করতে বলা হয়েছে ওয়েবসাইটে
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)