এখন CAA-র বিক্ষোভ সামলে ভবিষ্যতে NRC? মোদী-শাহের কৌশল ফাঁস করলেন দিলীপ?
নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বেজায় চাপে পড়েছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: কে ঠিক বলছেন? কোনটা ঠিক? রবিবার প্রধানমন্ত্রী বলেছিলেন, সারা দেশে NRC নিয়ে এখনও আলোচনাই হয়নি। মঙ্গলবার তাঁর কথায় সায় দিলেন অমিত শাহ। সংসদে বলা কথা বেমালুম ভুলে বলে দিলেন, গোটা দেশে নাগরিকপঞ্জির বিষয় তো কখনও মন্ত্রিসভায় ওঠেইনি। বৃহস্পতিবার আবার দিলীপ ঘোষ বললেন,''পশ্চিমবঙ্গে এনআরসি চাই। ভারতেও হবে।''
নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বেজায় চাপে পড়েছে বিজেপি। দেশে একাধিক জায়গায় চলছে তুমুল বিক্ষোভ। এ হেন পরিস্থিতি ভোলবদল করেছেন মোদী-শাহ। স্পষ্ট করেছেন, নাগরিকপঞ্জি নিয়ে এখনও কথা হয়নি। কিন্তু বৃহস্পতিবার খানিকটা ইঙ্গিতেই বিজেপির কৌশল স্পষ্ট করে দিলেন দিলীপ। আপাতত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ ভালোয় ভালোয় সামাল দিয়ে ভবিষ্যতে নাগরিকপঞ্জি নিয়ে ভাবা হবে। কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?
দিলীপ বলেন, ''NRC বিজেপি করেনি। আমরা পশ্চিমবঙ্গে এটা চাই। অসমের এনআরসি-র সঙ্গে বিজেপির যোগ নেই। রাজীব গান্ধী বলেছিলেন, কিন্তু উনি কার্যকর করেননি। আদালতের নির্দেশে সেখানে এনআরসি করা হয়েছে। ওখানে ভুলভ্রান্তি আছে আমরাও স্বীকার করি। ভারতবর্ষে এনআরসি হবে। আগে নাগরিকত্ব সংশোধনী বিলে সবাই নাগরিকত্ব পাবেন। ভবিষ্যতে কী হবে দেখা যাবে।''
দেশজুড়ে এনআরসি ও সিএএ বিক্ষোভের মাঝে রবিবার রামলীলা ময়দানের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন,''১৩০ কোটি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ২০১৪ সালে আমার সরকার আসার পর থেকে এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অসমে এনআরসি হয়েছে। '' তিনি আরও বলেন,''মিথ্যা রটানো হচ্ছে। অনেক নেতা টিভি চ্যানেলে দাবি করছেন, গোটা দেশে এনআরসি করতে বিশাল খরচ বইতে হবে। কিন্তু যে জিনিস নেই, তার জন্য কেন মগজ লাগাচ্ছেন?'' প্রশ্ন উঠেছিল, কে ঠিক বলছেন? মঙ্গলবার মোদীকে সমর্থন করেন অমিত শাহ। বলেছেন,''প্রধানমন্ত্রীই সঠিক। গোটা দেশে এনআরসি নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনাই হয়নি।''
আরও পড়ুন- যাদবপুরের আচার্যের পদ থেকে 'অযোগ্য' ধনখড়কে বহিষ্কার করল SFI-র ছাত্র সংসদ