বর্ধমানের ঘটনা সিপিআইএম-এর গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি মুখ্যমন্ত্রীর
বর্ধমানের দাওয়ানদিঘিতে ২ সিপিআইএম নেতা খুনের ঘটনাকে সিপিআইএম-এর গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ধমানের দাওয়ানদিঘিতে ২ সিপিআইএম নেতা খুনের ঘটনাকে সিপিআইএম-এর গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সিপিআইএম-এর মিছিলে সশস্ত্র হামলা ও ২ নেতাকে খুনের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, সিপিআইএম-এর গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। নিহতদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।
যদিও তৃণমূলের রাজ্যের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিস্তর অসঙ্গতি। রাজ্যে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে জনরোষের শিকার বলা হয়েছে। তাই দলনেত্রীর বক্তব্যে রাজ্যের তৃণমূল নেতৃত্ব বিপাকে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।