Coal Case: ভার্চুয়াল-হাজিরার প্রস্তাবে সাড়া দিল না ED, দিল্লি যাচ্ছেন Moloy Ghatak

মলয়কে ১৪ সেপ্টেম্বর দিল্লিতে সদর দফতরে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

Updated By: Sep 16, 2021, 04:54 PM IST
Coal Case: ভার্চুয়াল-হাজিরার প্রস্তাবে সাড়া দিল না ED, দিল্লি যাচ্ছেন Moloy Ghatak

নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডের তদন্তে ২৩ সেপ্টেম্বর দিল্লি ইডির দফতরে যাচ্ছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। তাঁকে ১৪ সেপ্টেম্বর দিল্লিতে সদর দফতরে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে হাজির হননি আইনমন্ত্রী। জানিয়েছিলেন, এত অল্প সময়ে তদন্ত সংক্রান্ত নথি তৈরি করা সম্ভব হয়নি। তাঁর আইনজীবী দীপঙ্কর কুণ্ডু চিঠি দিয়ে জানান,  এখন দিল্লিতে হাজির হতে পারবেন না মলয় ঘটক। দায়িত্বশীল মন্ত্রী হিসেবে তদন্তে সবরকম সহযোগিতা করবেন। ইডি যা নথি চেয়েছে, তা গোছাতে কিছুটা সময় লাগবে।     

কলকাতার অফিসে বা ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের প্রস্তাবও দিয়েছিলেন মলয় ঘটক (Moloy Ghatak)। কিন্তু রাজি হয়নি ইডি (ED)। তাঁকে পাঁচ বছরের ব্যাঙ্কের তথ্যাদি জমা দিতে বলা হয়েছে। ২৩ সেপ্টেম্বর দিল্লিতে ইডি-র দফতরে যাচ্ছেন রাজ্যের আইনমন্ত্রী।    

ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁদের থেকে তথ্য সংগ্রহ করেছেন। তাঁদের বক্তব্য রেকর্ড করেছেন। সেই সূত্র ধরেই মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে আসে। এরপরই মন্ত্রী মলয় ঘটককে তলব করেন তদন্তকারীরা। ইডি ছাড়াও কয়লা কাণ্ডের তদন্ত করছে CBI। অপরাধমূলক ষড়যন্ত্রের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। 

 

আরও পড়ুন- Post Poll Violence: তদন্তে ১০ লক্ষ টাকা সাম্মানিক নেবেন না Manjula Chellur

 
 

 

.