কংগ্রেস প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী হতে দেয়নি, অভিযোগ মোদীর
কংগ্রেসের পরিবারতন্ত্র বোঝাতে এবার রাষ্ট্রপতিকে রাজনীতির মঞ্চে টেনে আনলেন নরেন্দ্র মোদী। কেন প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করেনি কংগ্রেস, ব্রিগেডের সভায় এই প্রশ্ন তুলেছেন মোদী।
কংগ্রেসের পরিবারতন্ত্র বোঝাতে এবার রাষ্ট্রপতিকে রাজনীতির মঞ্চে টেনে আনলেন নরেন্দ্র মোদী। কেন প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করেনি কংগ্রেস, ব্রিগেডের সভায় এই প্রশ্ন তুলেছেন মোদী।
নরেন্দ্র মোদীর বক্তৃতার প্রায় শেষ দিক। চড়া সুরে চলছিল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ। হঠাত্ই তাঁর গলায় প্রণব মুখোপাধ্যায়ের নাম। তিনি বলেন, "ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর রাজীব, প্রণবকে করা উচিত ছিল।" ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রণব মুখার্জির দলের প্রবীণ নেতা ছিলেন। কিন্তু নেহেরু-গান্ধী পরিবার তাঁকে প্রধানমন্ত্রী হতে দেয়নি বলে মনে করেন নরেন্দ্র মোদী। "উনি প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভাল হত।"
প্রণববাবুর প্রধানমন্ত্রী না হতে পারার চর্চা দীর্ঘদিনের। তবে তিনি এখন রাষ্ট্রপতি। রাজনৈতিক টানাপোড়েনের অনেকটাই উর্ধ্বে। রাষ্ট্রপতিকে কি রাজনীতির আঙিনায় এভাবে টেনে আনা যায়? কেনই বা হঠাত্ করে কংগ্রেসের পরিবারতন্ত্র বোঝাতে গিয়ে টানতে হল দেশের রাষ্ট্রপতিকে?
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বাংলার মানুষের ভাবাবেগকে নাড়া দিতেই কি প্রণব মুখোপাধ্যায়ের নাম ব্রিগেডে টেনে আনলেন নরেন্দ্র মোদী?