ভোট-জোট, 'বৈঠক বৈঠক খেলা' বাম-কংগ্রেসের

আজ বৈঠকে বসছে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী। রাজ্য কমিটির  বৈঠকের আগে এই বৈঠকে  মূলত জোট নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে জোটের পক্ষে জোরালো সওয়াল করেছেন প্রদেশ কংগ্রেস নেতারা। তবে  জোটে যাওয়া নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নেয়নি সিপিএম। জোটে যাওয়ার পক্ষের ও বিপক্ষের দিকগুলি নিয়ে আজকের বৈঠকে আলোচনা করে নিতে চান সিপিএম নেতারা।  আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, জোট নিয়ে নিজেদের অবস্থান আরও একবার ঝালাই করে নিতেই আজকের বৈঠক।

Updated By: Feb 3, 2016, 08:40 AM IST
ভোট-জোট, 'বৈঠক বৈঠক খেলা' বাম-কংগ্রেসের

ওয়েব ডেস্ক: আজ বৈঠকে বসছে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী। রাজ্য কমিটির  বৈঠকের আগে এই বৈঠকে  মূলত জোট নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে জোটের পক্ষে জোরালো সওয়াল করেছেন প্রদেশ কংগ্রেস নেতারা। তবে  জোটে যাওয়া নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নেয়নি সিপিএম। জোটে যাওয়ার পক্ষের ও বিপক্ষের দিকগুলি নিয়ে আজকের বৈঠকে আলোচনা করে নিতে চান সিপিএম নেতারা।  আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, জোট নিয়ে নিজেদের অবস্থান আরও একবার ঝালাই করে নিতেই আজকের বৈঠক।

সিপিআইএম সূত্রে খবর, কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে জোড়ালো সওয়াল করবে গৌতম ব্রিগেড।

.