একশো দিনের কাজে কর্মদিবস কমিয়ে অর্ধেক, টাকা দিচ্ছে না কেন্দ্র, দাবি TMC-র
একশো দিনের কাজে ভারত সরকারের কাছ থেকে এখনও টাকা আসেনি বলে অভিযোগ ডেরেকের (Derek O'Brien)।
নিজস্ব প্রতিবেদন: কোভিড-কালে একশো দিনের প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে কর্মদিবস কমিয়ে দেওয়ার অভিযোগ করলেন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। তৃণমূলের মুখপাত্রের দাবি, এই প্রকল্পে ভারত সরকারের কাছ থেকে এখনও টাকা আসেনি।
শুক্রবার ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) টুইট করেন,''কোভিড-কালেও চলছে রাজনীতি। ১০০ দিনে মনরেগা প্রকল্পে লাগাতার শীর্ষে বাংলা। ২০২০ সালে ৪১ কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছিল রাজ্যে। কিন্তু, কেন্দ্রের ভাবনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। চলতি বছর কর্মদিবস অর্ধেক করে দেওয়া হয়েছে। ভারত সরকারের কাছ থেকে কোনও টাকা পায়নি বাংলা।''
Politics even during #Covid. Sigh.
Bengal has consistently been #1 in 100 Days Work #MNREGA. Record number of 41 crore person-days created in 2020. But Centre still in anti-federal mode. Number of person-days halved this year, ZERO funds received by Bengal from GOI
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 14, 2021
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য বলছে, চলতি বছর এপ্রিলে কাজ পেয়েছে ২.২ কোটি পরিবার। তা গতবছরের এপ্রিলের চেয়ে দ্বিগুণ। তবে গতবছর এপ্রিলের প্রথম ১৫ দিন লকডাউনের জেরে কাজকর্ম বন্ধ ছিল। ২০২০-র এপ্রিলের মাঝামাঝি থেকে ১২ মে পর্যন্ত সময়সীমার সঙ্গে তুলনা করলে স্পষ্ট, চলতি বছর একশো দিনের কাজের চাহিদা বেড়েছে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর জন্য টাকা পেলেন কৃষকরা, পিএম কিষানে আমন্ত্রণ জানানো হল না, সরব রাজ্য