কেন ভাঙল উড়ালপুল, ধন্দে বিশেষজ্ঞরা
উল্টোডাঙায় কীভাবে ভেঙে পড়ল ফ্লাইওভারের গার্ডার, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে গেলেন তিনজনের বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন কেএমডিএর চিফ ইঞ্জিনিয়ার জগদীশচন্দ্র গাঙ্গুলি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অরুণ গুহ নিয়োগী এবং দীপঙ্কর চক্রবর্তী। আজ ভোর সাড়ে চারটে নাগাদ ভিআইপি রোড, বাইপাস সংযোগকারী ফ্লাইওভারের একটি গার্ডার ভেঙে পড়ে। ওই সময় ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিল একটি লরি। দুর্ঘটনার জেরে লরিটি খালে পড়ে যায়।
উল্টোডাঙায় কীভাবে ভেঙে পড়ল ফ্লাইওভারের গার্ডার, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে গেলেন তিনজনের বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন কেএমডিএর চিফ ইঞ্জিনিয়ার জগদীশচন্দ্র গাঙ্গুলি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অরুণ গুহ নিয়োগী এবং দীপঙ্কর চক্রবর্তী। আজ ভোর সাড়ে চারটে নাগাদ ভিআইপি রোড, বাইপাস সংযোগকারী ফ্লাইওভারের একটি গার্ডার ভেঙে পড়ে। ওই সময় ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিল একটি লরি। দুর্ঘটনার জেরে লরিটি খালে পড়ে যায়।
গুরুতর জখম হন লরির চালক ও তার দুই সঙ্গী। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করেন। ঘটনার বেশ কিছুক্ষণ পর পৌঁছয় দমকল। তারও পরে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার প্রায় চার ঘণ্টা পর তাঁরা কাজ শুরু করেন। খালে ডুবুরি নামানোর পর সেতুর ভাঙা অংশের নিচে কেউ আটকে নেই বলে জানানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও স্থানীয় বিধায়ক সুজিত বসু। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দমকলমন্ত্রী জাভেদ খান। দুর্ঘটনার পর সেতুর রক্ষণাবেক্ষণে কোনও ত্রুটি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্লাইওভারের নির্মাণ সংস্থার বিরুদ্ধে লেকটাউন থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বিধাননগর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে। বেপরোয়া ড্রাইভিং এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে লরিচালকের বিরুদ্ধেও।