রাজ্যের ৫ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কবার্তা
মাঝ চৈত্রেই রাজ্যজুড়ে দহনজ্বালা। গরম নিয়ে এযেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে । পশ্চিমের ৫ জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
![রাজ্যের ৫ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কবার্তা রাজ্যের ৫ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কবার্তা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/31/82084-heatwave.jpg)
ওয়েব ডেস্ক : মাঝ চৈত্রেই রাজ্যজুড়ে দহনজ্বালা। গরম নিয়ে এযেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে । পশ্চিমের ৫ জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের দিকে পারদ কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। সেইসঙ্গে বাড়বে অস্বস্তি সূচকও। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। সমুদ্রের ওপর মেঘ জমাট বাঁধছে না। তাই এখনই বৃষ্টির কোনও আশা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর। গতকাল বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৪ ডিগ্রি।
আরও পড়ুন,