ফের মহানগরীর রাজপথে বুদ্ধিজীবিরা
নিরাপত্তাহীনতায় ভুগছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তাঁর পরিবারেরও আশঙ্কার মধ্যে দিন কাটছে। সোমবার কলকাতায় বুদ্ধিজীবীদের ডাকা প্রতিবাদ সভায় নিজের এই আশঙ্কার কথাই তুলে ধরেন অম্বিকেশ মহাপাত্র। অধ্যাপক গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় আজ দুটি সভায় সরকারের বিরুদ্ধে সরব হন বিশিষ্টজনেরা।
নিরাপত্তাহীনতায় ভুগছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তাঁর পরিবারেরও আশঙ্কার মধ্যে দিন কাটছে। সোমবার কলকাতায় বুদ্ধিজীবীদের ডাকা প্রতিবাদ সভায় নিজের এই আশঙ্কার কথাই তুলে ধরেন অম্বিকেশ মহাপাত্র। অধ্যাপক গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় আজ দুটি সভায় সরকারের বিরুদ্ধে সরব হন বিশিষ্টজনেরা।
নোনাডাঙা এবং কার্টুন বিতর্ক। দুটি ঘটনাতেই দুজন অধ্যাপককে গ্রেফতার করেছিল পুলিস। পরপর এই দুটি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামলেন বুদ্ধিজীবীদের একটা বড় অংশ। সাংস্কৃতিক মঞ্চ তূনীরের আয়োজনে এক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ওয়াসিম কপূর, পবিত্র সরকার, আজিজুল হক, চন্দন সেন, সইতা হালিম, গৌতম গুপ্ত সহ বিশিষ্ট বুদ্ধিজীবিরা।
অ্যাকাডেমির সামনে সভা। সেই প্রতিবাদ সভায় হাজির বিশিষ্টরা। সভায় দাঁড়িয়ে ফের আক্রান্ত হওয়ার আশঙ্কার কথাই বললেন যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র।
একই দিনে অপর একটি প্রতিবাদ সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন এপিডিআর। সেই মঞ্চ থেকেও সরকারের সমালোচনায় সরব হন এমন অনেকেই যাঁরা এক সময় ছিলেন পরিবর্তনের পক্ষে।
সাহিত্যিক মহাশ্বেতা দেবীও প্রতিবাদকারীদের সমর্থন করে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, সরকার যেন সহানুভূতিশীল হয়। এর অন্যথা হলে তাঁকেও প্রতিবাদের রাস্তা নিতে হবে বলে জানিয়েছেন মহাশ্বেতা দেবী।