Ration Scam | Jyotipriya Mallick: বাকিবুর যোগে ইডি নজরে বালুর হোয়াটসঅ্যাপও! মোটা অঙ্কের টাকার লেনদেন
সেই সময়ের মিনিস্টার ইন চার্জকে ৬৮ লক্ষ টাকা দিয়েছিলেন। এখানেই শেষ নয়, আর ও এক ব্যাক্তি MIC কে ১২ লক্ষ টাকা দেওয়ার তথ্য মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি। সেই টাকার লেনদেন বিষয়টি নিশ্চিত করেছে দাবি ইডি'র। এমনকী জ্যোতিপ্রিয় মল্লিকের সুপারিশে নাকি একজন কৃষি দফতরে চাকরি পেয়েছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেভিওয়েট গ্রেফতারির পর রেশন তদন্তে আরও ক্লুয়ের খোঁজে ইডি। এবার একাধিক ঘনিষ্ঠের মোবাইলে নজর এজেন্সির। একজনের হোয়াটসঅ্যাপ চ্যাটে MIC -কে টাকা পাঠানোর উল্লেখ। মোটা অঙ্কের টাকা লেনদেন। MIC নামে একজনকেই টাকা পাঠআন হয় বলে খবর সূত্রের। ২০২০-তে বাকিবুরের সঙ্গে কথোপকথনেরও রেকর্ড পেয়েছে এজেন্সি। ়
আরও পড়ুন, Ration Scam | Jyotipriya Mallick: বিধ্বস্ত চেহারা, 'কী হবে রে'? কোর্টে ঢুকে প্রশ্ন বালুর...
পরে বয়ানেও ঘনিষ্ঠ কবুল করে, সেই সময়ের মিনিস্টার ইন চার্জকে ৬৮ লক্ষ টাকা দিয়েছিলেন। এখানেই শেষ নয়, আর ও এক ব্যাক্তি MIC কে ১২ লক্ষ টাকা দেওয়ার তথ্য মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি। সেই টাকার লেনদেন বিষয়টি নিশ্চিত করেছে দাবি ইডি'র। এমনকী জ্যোতিপ্রিয় মল্লিকের সুপারিশে নাকি একজন কৃষি দফতরে চাকরি পেয়েছিলেন। যার কাজ ছিল মন্ত্রীর বাড়ির ডোমেস্টিক হেল্প করা।
গরিবের রেশনে দেদার দুর্নীতি। তদন্তের জাল গোটাতে ইডি-স্ক্যানারে তিন কোম্পানি। ডিরেক্টর পদে মন্ত্রীর পরিজনরা। প্রথমে অস্বীকার করলেও পরে মেনেছেন জ্যোতিপ্রিয়। দাবি এজেন্সির। বাকিবুর যোগে নজরে বালুর হোয়াটসঅ্যাপও। এদিকে হেভিওয়েট চিকিত্সায় সতর্ক আদালত। ৃএখনই জোকা ESI নয়। মেডিক্যাল টিমের গড়ে বেসরকারি হাসপাতালেই মন্ত্রী। সুস্থ হলে কমান্ডে স্থানান্তরের ভাবনা।
জ্যোতিপ্রিয়কে বাড়ির খাবার, আইনজীবীর সঙ্গে সাক্ষাতেও ছাড় কোর্টের। দশ দিন ইডি হেফাজত। কোর্টের নির্দেশ শুনে এজলাসেই অজ্ঞান মন্ত্রী। মেয়ের কাঁধে মাথা রেখে কান্না। বমি করায় তড়িঘড়ি হাসপাতালের ভর্তি। MRI, সিটি স্ক্যান। হাইপার টেনশনে ভুগলেও আপাতত স্থিতিশীল হাবড়ার হেভিওয়েট। প্রসঙ্গত, ২১ ঘণ্টার ম্যারাথান জেরা। রেশন দুর্নীতিকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখন তিনি বনমন্ত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)