বিজেপিতে যোগ দিচ্ছেন? কী বললেন শোভন চট্টোপাধ্যায়

এদিন তাঁর মেয়র পদ হারানোর সম্ভাবনা উড়িয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। বলেন যাঁরা বলছেন, পুরসভার দেওয়ালে কান পাতলে এই কথা শোনা যাচ্ছে তাদের কানের চিকিত্সা করানো উচিত।  এছাড়া তৃণমূলে ও মন্ত্রিসভাতেও তাঁর অবস্থান আগের মতোই শত্তপোক্ত বলেও দাবি করেছেন তিনি। 

Updated By: Mar 12, 2018, 09:11 PM IST
বিজেপিতে যোগ দিচ্ছেন? কী বললেন শোভন চট্টোপাধ্যায়

ওয়েব ডেস্ক: তাঁর রাজনৈতিক অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। তিনি তৃণমূল দল ও রাজ্য মন্ত্রিসভায় যে অবস্থানে ছিলেন সেখানেই রয়েছেন। সোমবার ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে তাঁকে ঘিরে যাবতীয় জল্পনার জন্য সংবাদমাধ্যমকেই কাঠগড়ায় তুললেন শোভন চট্টোপাধ্যায়। তবে মেয়রের প্রতিক্রিয়ায় স্পষ্ট মোটেও খোশমেজাজে নেই তিনি। 

আরও পড়ুন - ভর সন্ধ্যায় বাউন্সারদের হাতে চরম হেনস্থার শিকার ব্রততী!
এদিন তাঁর মেয়র পদ হারানোর সম্ভাবনা উড়িয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। বলেন যাঁরা বলছেন, পুরসভার দেওয়ালে কান পাতলে এই কথা শোনা যাচ্ছে তাদের কানের চিকিত্সা করানো উচিত। 
এছাড়া তৃণমূলে ও মন্ত্রিসভাতেও তাঁর অবস্থান আগের মতোই শত্তপোক্ত বলেও দাবি করেছেন তিনি। 

যদিও তাঁর বিজেপিতে যোগদানে সম্ভাবনা নিয়ে কোনও মন্তব্য করেননি শোভন। 'এব্যাপারে মন্তব্য করার প্রয়োজন বোধ করি না।',  বলে এড়িয়ে যান তিনি।  

.