সারদাকাণ্ডে কুণাল ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার আবেদন মেনে নিল আদালত
সারদাকাণ্ডে কুণাল ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার আবেদন কার্যকর করার নির্দেশ দিল আদালত। এজন্য সিবিআইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নগর দায়রা আদালতের বিচারক। সিবিআইয়ের কাছেও জবানবন্দি দেওয়ার আবেদন করেছিলেন কুণাল ঘোষ। সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।
![সারদাকাণ্ডে কুণাল ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার আবেদন মেনে নিল আদালত সারদাকাণ্ডে কুণাল ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার আবেদন মেনে নিল আদালত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/29/29554-kunal-ghosh.jpg)
কলকাতা: সারদাকাণ্ডে কুণাল ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার আবেদন কার্যকর করার নির্দেশ দিল আদালত। এজন্য সিবিআইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নগর দায়রা আদালতের বিচারক। সিবিআইয়ের কাছেও জবানবন্দি দেওয়ার আবেদন করেছিলেন কুণাল ঘোষ। সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।
এদিন কুণাল ঘোষের জামিনের আবেদন অবশ্য খারিজ করে দেন বিচারক। ২১ অক্টোবর তাঁকে ফের আদালতে তোলা হবে। এদিন আদালতে খুন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন কুণাল ঘোষ। আজ নগর দায়রা আদালতে বিচারকের কাছে রীতিমতো ক্ষোভের সুরে কুণাল বলেন, যাঁরা পুরো সুবিধা নিয়ে গেল, তারা পুজো উদ্বোধন করে বেড়াবে। আর তিনি জেলে বসে ঢাকের আওয়াজ শুনবেন। আদালতে এদিন কুণাল ঘোষ বলেন,জেলে বসেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের খবর পাচ্ছেন। তারই জেরে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন। সিবিআই তাঁকে আটকে রাখছে বলে এদিন আদালতে কেঁদে ফেলেন কুণাল ঘোষ।