২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে মদন

দোসরা জানুয়ারি পর্যন্ত মদন মিত্রের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। জামিনের আবেদন খারিজ করে তাঁকে পাঠানো হয়েছে আলিপুর জেলে।

Updated By: Dec 19, 2014, 07:35 PM IST
২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে মদন

কলকাতা: দোসরা জানুয়ারি পর্যন্ত মদন মিত্রের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। জামিনের আবেদন খারিজ করে তাঁকে পাঠানো হয়েছে আলিপুর জেলে।

শুক্রবারও পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি আর সমর্থকদের স্লোগান সঙ্গে নিয়ে আদালতে ঢুকলেন পরিবহণ মন্ত্রী। ছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থা। আর এজলাসে চলেছে তীব্র সওয়াল জবাব। পরিবহণ মন্ত্রীকে হেফাজতে চায়নি CBI। তখন শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রীর জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। তিনি বলেন,

মদন মিত্রের হাইপার টেনশন, ব্লাড সুগান, স্লিপ অ্যাপনিয়া রয়েছে। হার্ট অ্যাটাক হতে পারে। তাই জামিনের আবেদন জানানো হচ্ছে।   ইতিমধ্যে CBI-এর বিরুদ্ধে জোর করে ভয়েস রেকর্ড করার অভিযোগ তোলেন মন্ত্রী। তিনি বলেন, একা একটা ঘরে ছিলাম। এক অফিসার মেশিন নিয়ে এলেন। বললেন এখুনি ভয়েস রেকর্ড দিতে হবে। আমি বললাম কোর্টের অর্ডার আছে। ওরা বলল, সুপ্রিম কোর্টের রুল আছে। আপনার কোর্ট জানে না।

 জামিনের বিরোধিতায় CBI আইনজীবী বলেন,  মদন মিত্রের হাই পজিশন, প্রচুর ক্ষমতা। ...দুদিন হেফাজতে আমরা ওনার যা ক্ষমতা দেখলাম, উনি জামিন পেলে সাক্ষ্যপ্রমাণ বিকৃত হবে। সিবিআইয়ের দাবি মতোই মদন মিত্রের দোসরা জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তিনি প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পাবেন কি না, তা জেল কর্তৃপক্ষের ওপরেই ছেড়ে দিয়েছেন বিচারক।

 

.