Mamata Bandyopadhyay | Akhilesh Yadav: শুক্রবার জোড়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার সলতে পাকানো শুরু কালিঘাটে
গোষ্ঠীকোন্দল মিটিয়ে দলকে পঞ্চায়েত নির্বাচনের জন্য মাঠে নামানো এবং সুস্থ নির্বাচন করে সাফল্য পাওয়া তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্যে একাই লড়াই করবে তারা।
প্রবীর চক্রবর্তী, শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আজ জোড়া বৈঠকে মুতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের বৈঠক রয়েছে আজ দুপুরে। সেখানে উপস্থিত থাকবেন দলের শীর্ষস্থানীয় সব নেতা।
শুক্রবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে দুপুর ২টোর সময়। দলনেত্রীর কালীঘাটের বাড়িতে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। দলের প্রথম সারির নেতা, বিধায়ক এবং সাংসদদের উপস্থিত থাকার কথা রয়েছে এই বৈঠকে।
এই বৈঠকে সাগরদিঘির উপনির্বাচনের হার, সংখ্যালঘু ভোট, আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্নীতির অভিযোগে জড়িত তৃণমূলের কাছে পঞ্চায়েত নির্বাচনের কৌশল আজ বলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে দুর্নীতির ইস্যুতে দ ল্কারর পাশে থাকবে না এই বার্তা ফের আরেকবার দিতে পারেন তিনি।
অন্যদিকে গোষ্ঠীকোন্দল মিটিয়ে দলকে পঞ্চায়েত নির্বাচনের জন্য মাঠে নামানো এবং সুস্থ নির্বাচন করে সাফল্য পাওয়া তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Damini App: আপনার আশেপাশে কি বজ্রপাত হবে? আগাম জানাচ্ছে দামিনী! দেখে নিন একনজরে
অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলিকে নিয়ে সলতে পাকানোর কাজ শুক্রবারই শুরু করত চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আসছেন উত্তর প্রদেশের সপা নেতা অখিলেশ যাদব। বিকেল ৫টা নাগাদ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যাবেন মমতার বাড়ি। তাঁদের দুইজনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: Tala Tank: শেষ হল টালা ট্যাঙ্ক সংস্কারের কাজ.....
অখিলেশ যাদবের সঙ্গে শুক্রবার বিকেলে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের সঙ্গে এই মুহুর্তে সম্পর্ক ভালো নয় তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্যে একাই লড়াই করবে তাঁরা।
এছাড়াও শেষ কিছু দিনে কংগ্রেসের ডাকা একটিও বিরোধী বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। অন্যদিকে দিল্লিতে কংগ্রেসকে বাদ দিয়ে একটি বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে বলেও যান গিয়েছে।
এই অবস্থায় শুক্রবার বিকেলে অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)