রাজ্যের আর্থনীতি ছবিটা বদলের লক্ষ্যেই সিঙ্গাপুর সফর মুখ্যমন্ত্রীর

রাজ্যের আর্থিক বিকাশের ছবিটা বদলে দেওয়ার লক্ষ্যেই সিঙ্গাপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তথ্য প্রযুক্তি , ফিনান্সিয়াল  সেক্টরের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে বায়োটেকনোলজি, নগরায়নের মতো ক্ষেত্রে বিনিয়োগ টানার ক্ষেত্রেও। এসব ক্ষেত্রে রাজ্যের সম্ভবনা কতটা, বিনিয়োগকারীদের কাছে সেটাই তুলে ধরতে চান রাজ্যের প্রতিনিধিরা।

Updated By: Aug 11, 2014, 06:16 PM IST
 রাজ্যের আর্থনীতি ছবিটা বদলের লক্ষ্যেই সিঙ্গাপুর সফর মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যের আর্থিক বিকাশের ছবিটা বদলে দেওয়ার লক্ষ্যেই সিঙ্গাপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তথ্য প্রযুক্তি , ফিনান্সিয়াল  সেক্টরের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে বায়োটেকনোলজি, নগরায়নের মতো ক্ষেত্রে বিনিয়োগ টানার ক্ষেত্রেও। এসব ক্ষেত্রে রাজ্যের সম্ভবনা কতটা, বিনিয়োগকারীদের কাছে সেটাই তুলে ধরতে চান রাজ্যের প্রতিনিধিরা।

মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফরের সাফল্য বদলে দিতে পারে রাজ্যের আর্থিক বিকাশের পুরো ছবিটাকেই।  তাই সম্পূর্ণ হোম ওয়ার্ক করেই এই সফরে যাচ্ছে রাজ্যের প্রতিনিধি দল।  পরিকাঠামোয় বিনিয়োগ টানা এই সফরের অন্যতম লক্ষ্য।  আর এই লক্ষ্য পূরণে বিশেষ জোর দেওয়া হচ্ছে  শিল্প নগরী তৈরিতে।  এর পাশাপাশি    বায়ো টেকনোলজি বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মতো  সানরাইজ ইনডাস্ট্রির ক্ষেত্রেও রাজ্যে বিনিয়োগ করার অ্যাডভানটেজ তুলে ধরা হবে সিঙ্গাপুর সফরে।

মুখ্যমন্ত্রীর মুম্বই সফর রাজ্যের শিল্পায়ণে নতুন গতি এনেছে ।  সিঙ্গাপুর সফর সেই সম্ভবনাকে  আরও উজ্জ্বল করবে বলে  মনে করছে রাজ্যের শিল্প মহল।

 

.