Covid-19: 'দুয়ারে টিকা' বিক্রির অভিযোগ BMOH-র বিরুদ্ধে, FIR-র নির্দেশ Nabanna-র

ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Sep 4, 2021, 07:11 PM IST
Covid-19: 'দুয়ারে টিকা' বিক্রির অভিযোগ BMOH-র বিরুদ্ধে, FIR-র নির্দেশ Nabanna-র

নিজস্ব প্রতিবেদন: ছোট জাগুলিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে উঠল কোভিড টিকা বিক্রির অভিযোগ। তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিল নবান্ন। 

টাকার বিনিময়ে 'দুয়ারে টিকা' দেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী রায়ের বিরুদ্ধে। একটি ভাইরাল অডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে,'ওই বুড়োবুড়িকে ৬০০ টাকা ফিরিয়ে দাও। আর বলে দিও, আপনারা কাউকে বলবেন না টাকা-পয়সা দিয়েছেন।' খবর নবান্নে পৌঁছতেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ গিয়েছে স্বাস্থ্য সচিবের কাছে। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে। 

সূত্রের খবর, ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সোমবারই অভিযুক্ত স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করা হতে পারে। 

আইএমএ-র রাজ্য সভাপতি শান্তনু সেন বলেন, 'এই ধরনের কোনও ঘটনা অনভিপ্রেত। দুয়ারে টিকা দেওয়ার কোনও নীতি নেই সরকারের। টিকা নেওয়ার পর ডাক্তারদের পর্যবেক্ষণে থাকা নিয়ম। যে ঘটনা ঘটেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন সঠিক পদক্ষেপ করবে।'   

আরও পড়ুন- By-Polls: দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে কেন উপভোট? স্পষ্ট করুক কমিশন: Suvendu

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.