বেসরকারিকরণের বিরুদ্ধে নিউ আলিপুর সারদা আশ্রম স্কুলে বিক্ষোভ জানালেন অভিভাবকরা

বেসরকারিকরণের প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নিউ আলিপুর সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে। এই ইস্যুতে আজ সকাল থেকে ওই স্কুলে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। নিউ আলিপুর সারদা আশ্রম বালিকা বিদ্যালয় বেসরকারি করণ করার কথা বৃহস্পতিবারই জানতে পারেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের এধরনের সিদ্ধান্তে উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। প্রতিবাদে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। অভিভাবকদের বক্তব্য, স্কুল বেসরকারিকরণ হলে পড়াশুনোর মান নেমে যাবে। আগামী দিনে স্কুলের ফিও অনেকটা বাড়িয়ে দেওয়া হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন অভিভাবকেরা।

Updated By: Feb 6, 2014, 10:21 PM IST

বেসরকারিকরণের প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নিউ আলিপুর সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে। এই ইস্যুতে আজ সকাল থেকে ওই স্কুলে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। নিউ আলিপুর সারদা আশ্রম বালিকা বিদ্যালয় বেসরকারি করণ করার কথা বৃহস্পতিবারই জানতে পারেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের এধরনের সিদ্ধান্তে উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। প্রতিবাদে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। অভিভাবকদের বক্তব্য, স্কুল বেসরকারিকরণ হলে পড়াশুনোর মান নেমে যাবে। আগামী দিনে স্কুলের ফিও অনেকটা বাড়িয়ে দেওয়া হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন অভিভাবকেরা।

অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন ওই স্কুলে রাজ্য সরকার নিযুক্ত শিক্ষিকারাও।

অভিভাবকদের বিক্ষোভের জেরে স্কুল চত্ত্বরে উত্তেজনা চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস। তবে সংবাদমাধ্যমের কাছে এবিষয়ে মুখ খোলেন নি স্কুল কর্তৃপক্ষ। এমনকি খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের স্কুল থেকে বের করে দেওয়া হয়।

.