ভোটের মুখে সারদাকাণ্ডে মদন-সহ TMC-র ২ প্রার্থীকে জিজ্ঞসাবাদ ED-র

ভোটের মুখে এই জেরাকে কেমন ভাবে দেখছেন? মদন মিত্র বলেন, আমাকে এর আগে যখন ডেকেছে তখনই এসেছি

Updated By: Mar 19, 2021, 12:19 PM IST
ভোটের মুখে সারদাকাণ্ডে মদন-সহ TMC-র ২ প্রার্থীকে জিজ্ঞসাবাদ ED-র

নিজস্ব প্রতিবেদন: ভোট যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে শাসকদলের উপরে। সারদা মামলার তদন্ত আজ ইডির দফতরে হাজিরা দিলেন কামরাহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞসাবাদ করা হচ্ছে তৃণমূলের জোড়াসাঁকোর প্রার্থী বিবেক গুপ্তাকেও।

আরও পড়ুন- ফের ভয়ঙ্কর আকার নিচ্ছে Coronavirus সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃত ১৭২

সারদাকাণ্ডের(Saradah Scam) তদন্তে একসময় মদন মিত্রকে(Madan Mitra) গ্রেফতার করেছিল সিবিআই(CBI)। অভিযোগ ছিল প্রভাব খাটানো-সহ অন্য়ান্য অভিযোগ। তবে এবার মানি লন্ডারিং অ্যাক্টে মদন মিত্রের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। সূত্রের খবর, টাকা সাইফনিং এর অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজ্যের এই প্রাক্তন এই মন্ত্রীকে।

নির্বাচন একবারে ঘাড়ের উপরে। এরকম অবস্থায় মদনকে  এই জেরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মদন মিত্র ছাড়াও সারদা মামলায় জেরা করা হচ্ছে কুণাল ঘোষ, নিতু সরকার ও আহমদ হাসান ইমরানকে।  

ভোটের মুখে এই জেরাকে কেমন ভাবে দেখছেন? মদন মিত্র বলেন, আমাকে এর আগে যখন ডেকেছে তখনই এসেছি। ফের যা জানতে চাইবে তা জানাব। কোনও অসুবিধে নেই। সেন্ট্রাল এজেন্সি মনে করেছে ডেকেছে। এনিয়ে কিছু বলার নেই।

আরও পড়ুন- প্রার্থী না-পসন্দ, রাজগঞ্জে বিক্ষোভ ও কুশপুতুল দাহ বিজেপির

এছাড়াও ইডির দফতরে আজ হাজিরা দিয়েছেন পরিবহণ সচিব রাজেশ সিনহা। তাঁকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে মেট্রো ডেয়ারি মামলায়। এই মামলায় একাধিক আইএএস অফিসারকেও জেরা করা হয়েছে।

.