২৪ ঘণ্টার খবরের জের, বিতর্কের মুখে পোশাক ফতোয়া প্রত্যাহার স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষের

চব্বিশ ঘণ্টার খবরের জের। বিতর্কের মুখে অবশেষে পোশাক ফতায়ো প্রত্যাহার করল স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষ। গত পরশু ছাত্রছাত্রীদের জন্য পোশাক ফতোয়া দিয়ে বিতর্কের মুখে পড়ে স্কটিশ চার্চ কলেজ।  

Updated By: Jun 29, 2015, 09:57 AM IST
২৪ ঘণ্টার খবরের জের, বিতর্কের মুখে পোশাক ফতোয়া প্রত্যাহার স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষের

ব্যুরো: চব্বিশ ঘণ্টার খবরের জের। বিতর্কের মুখে অবশেষে পোশাক ফতায়ো প্রত্যাহার করল স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষ। গত পরশু ছাত্রছাত্রীদের জন্য পোশাক ফতোয়া দিয়ে বিতর্কের মুখে পড়ে স্কটিশ চার্চ কলেজ।  

২৭ তারিখ রেক্টরের জারি করা ওই নোটিশে হাজারো বিধিনিষেধ জারি করা হয় ছাত্রছাত্রীদের উপর। বলা হয়েছিলে, এক মাত্র হাঁটুর নীচ পর্যন্ত ঝুলের স্কার্ট পরা যাবে।  কলেজে শুধুমাত্র ফুল লেন্থ ট্রাউজারই পরে আসা যাবে। ছেলেরা গোল গলা টি শার্ট বা কোনও গয়না পরতে পারবে না। ছাত্র সংসদের দাবি ছিল তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই এই ফতোয়া দিয়েছে কর্তৃপক্ষ। রেক্টর জন আব্রাহাম অবশ্য জানিয়েছেন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এরপরেই কলেজের ওয়াবসাইট থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ওই নির্দেশকা। তারবদলে জারি হয় নয়া একটি নির্দেশিকা। তবে সেখানে ফতোয়া নয়, শুধুই সুপারিশ করে কর্তৃপক্ষ।

.