সোনাগাছিতে খুন যৌনকর্মী
সোনাগাছিতে খুন। বন্ধ ঘরের মধ্যে থেকে উদ্ধার হল দেহ। ঘটনাস্থলে পৌঁছেছে বড়তলা থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত।
![সোনাগাছিতে খুন যৌনকর্মী সোনাগাছিতে খুন যৌনকর্মী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/01/86818-33924586.cms.jpg)
ওয়েব ডেস্ক : সোনাগাছিতে খুন। বন্ধ ঘরের মধ্যে থেকে উদ্ধার হল দেহ। ঘটনাস্থলে পৌঁছেছে বড়তলা থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত।
পুলিস জানিয়েছে, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তালা ভেঙে ঘরের মধ্যে থেকে দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান খুন হয়েছেন কোনও যৌনকর্মী। তবে কী কারণে এই খুন, তা নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনগাছি। খুনের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। কেউই সেভাবে মুখ খুলতে চাইছে না। এর আগেও খুনের ঘটনা ঘটেছিল দুর্বারের অফিসে।
আরও পড়ুন, সিকিমে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ বাঙালি পর্যটকের