চার মাসের জন্য বন্ধ হচ্ছে সাউথ সিটি মল

মকর সংক্রান্তিতেই দুঃসংবাদ। তরুণ প্রজন্মকে হতাশায় ডুবিয়ে বন্ধ হচ্ছে সাউথ সিটি মল। অবশ্য মাত্র চার মাসের জন্য। চৌঠা ডিসেম্বর আগুন লাগে কলকাতার সবচেয়ে জনপ্রিয় মলটিতে। তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তার মেরামতিতেই ৪ মাস বন্ধ থাকবে মলটি। সাউথ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে মল সারাতে পঞ্চাশ কোটি টাকা খরচ হবে। চার মাস মল বন্ধ থাকলে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা।

Updated By: Jan 14, 2017, 07:13 PM IST
চার মাসের জন্য বন্ধ হচ্ছে সাউথ সিটি মল

ওয়েব ডেস্ক: মকর সংক্রান্তিতেই দুঃসংবাদ। তরুণ প্রজন্মকে হতাশায় ডুবিয়ে বন্ধ হচ্ছে সাউথ সিটি মল। অবশ্য মাত্র চার মাসের জন্য। চৌঠা ডিসেম্বর আগুন লাগে কলকাতার সবচেয়ে জনপ্রিয় মলটিতে। তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তার মেরামতিতেই ৪ মাস বন্ধ থাকবে মলটি। সাউথ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে মল সারাতে পঞ্চাশ কোটি টাকা খরচ হবে। চার মাস মল বন্ধ থাকলে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, ভোর থেকে নদিয়ার কল্যাণীর ত্রিবেণী ঘাটেও শুরু হয়েছে পুণ্যস্নান। ভাগীরথীর জলে ডুব লাগান প্রায় হাজারখানেক পুণ্যার্থী। শুধু গঙ্গাসাগর নয়, খাস কলকাতাতেও পুণ্যতীর্থের ছোঁয়া। বাবুঘাটে আজ ভোর থেকেই শুরু হয়ে যায় পুণ্যস্নান-পর্ব। অনেকেই যাঁরা গঙ্গাসাগর যেতে পারেননি, তাঁরা আশ মিটিয়ে নেন এখানেই।

.