রাজ্য BJP-তে বেসুরো আরও এক নেতা, গঙ্গাপ্রসাদের দলত্যাগ নিয়ে বিঁধলেন দলীয় নেতৃত্বকে
রাজ্য বিজেপিতে বাড়ছে ক্ষোভ।
![রাজ্য BJP-তে বেসুরো আরও এক নেতা, গঙ্গাপ্রসাদের দলত্যাগ নিয়ে বিঁধলেন দলীয় নেতৃত্বকে রাজ্য BJP-তে বেসুরো আরও এক নেতা, গঙ্গাপ্রসাদের দলত্যাগ নিয়ে বিঁধলেন দলীয় নেতৃত্বকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/21/327821-raj-kamal.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে বেসুরো আরও এক নেতা। এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্য বিজেপির সহ-সভাপতি। আলিপুরদুয়ারের বিজেপি সভাপতির দলত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হলেন রাজকমল পাঠক।
গঙ্গাপ্রসাদ শর্মার দলত্যাগ প্রসঙ্গে সোমবার জি২৪ ঘণ্টাকে রাজকমল পাঠক বলেন, ‘গঙ্গাপ্রসাদ শর্মার হাত ধরেই বি্ধানসভা ভোটে আলিপুরদুয়ারের সব আসনে জয়ী হয়েছে বিজেপি| তিনি বহু পুরনো নেতা| তাঁর মতো নেতা কেন চলে গেলেন? এটা নেতৃত্বকে ভাবতে হবে।‘ যদিও গঙ্গাপ্রসাদের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। কটাক্ষের সুরে গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গঙ্গাপ্রসাদ শর্মার দলত্যাগে কোনও অসুবিধা হবে না বিজেপির। তাঁর স্থানে আরও বড় কাউকে আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: জ্ঞানেশ্বরী প্রতারণা কাণ্ড: ধৃতই কি ‘আসল’ অমৃতাভ? জানতে DNA পরীক্ষার অনুমতি আদালতের
আরও পড়ুন: BJP শীর্ষ নেতৃত্বের জরুরি তলব, বুধবার ফের দিল্লি যাচ্ছেন Suvendu
একদিকে যখন শুভেন্দু অধিকারী গঙ্গাপ্রসাদের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ, তখন তাঁর দলেরই রাজ্য সহ-সভাপতির গলায় শোনা গেল ভিন্ন সুর। যা রাজ্য বিজেপির অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।