স্বরাষ্ট্রসচিবের বক্তব্য সঠিক নয়, প্রতিনিধিদলই যোগাযোগ করেনি! কেন্দ্রকে পাল্টা চিঠি রাজ্যের

করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় দলকে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না, একথা সঠিক নয়।

Reported By: সুতপা সেন | Updated By: Apr 22, 2020, 12:11 PM IST
স্বরাষ্ট্রসচিবের বক্তব্য সঠিক নয়, প্রতিনিধিদলই যোগাযোগ করেনি! কেন্দ্রকে পাল্টা চিঠি রাজ্যের

নিজস্ব প্রতিবেদন: স্বরাষ্ট্রসচিবের কথা সঠিক নয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় দলকে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না, একথা সঠিক নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবার পালটা চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
চিঠি রাজীব সিনহা যে বিষয়গুলো উল্লেখ করেছেন,

  •  ২০০৫ সালের ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ৩৫ নম্বর ধারা ও সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য পালন করছে (এই দুটি বিষয় স্মরণ করিয়ে রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়েছিল)
  • কেন্দ্রীয় প্রতিনিধিদলকে সবরকমভাবে সাহায্য করা হবে।
  • ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে দুবার বৈঠক করা হয়েছে।
  • প্রথমে যোগাযোগের অভাবে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের সঙ্গে যোগাযোগ করেনি।
  • কেন্দ্র প্রতিনিধি দল পাঠাচ্ছে, রাজ্য তা জানত না। তাই প্রাথমিকভাবে সমস্যা হয়েছিল। পরে বিষয়টি মিটে যায়। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বিকালে এলাকা পরিদর্শন করেন।
  • কেন্দ্রকে লেখা মুখ্যসচিবের চিঠি

 রাতে সহযোগিতার আশ্বাস পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও রাজ্যকে স্বাগত জানানো হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার করোনা পরিস্থিতি পরিদর্শন করতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তা নিয়ে একটি জটিলতা তৈরি হয়।
জ্যের বক্তব্য, কীসের ভিত্তিতে কেন্দ্রীয় দলকে পাঠানো হল, তার সঠিক ব্যাখ্যা দিতে হবে, তা না হলে এলাকা পরিদর্শন করানো হবে না।   এর ফলে মঙ্গলবার সকাল থেকে কলকাতায় বিএসএফের অতিথিশালায় এবং শিলিগুড়িতে এসএসবি-র অতিথিশালায় বসেই ছিলেন দিল্লির আন্তর্মন্ত্রক দলের প্রতিনিধিরা। কেন্দ্রকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বক্তব্য ছিল, করোনা মোকাবিলায় অত্যন্ত ব্যস্ত থাকায়, এখন কেন্দ্রীয় প্রতিনিধিদলকে নিয়ে এলাকা পরিদর্শন করানো সম্ভব নয়। এরইমধ্যে কেন্দ্রের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন প্রতিনিধি দলের সদস্যরাও। এরপরই বিকেল সাড়ে ৪টে নাগাদ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহের কাছে চিঠি আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার।

এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাজে 'বাধা', এবার রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার কড়া ভাষায় বলেন, ২০০৫ ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী, কেন্দ্রীয় প্রতিনিধিদলকে এলাকা ঘুরে দেখানোর দায়িত্ব রাজ্যেরই। একাজে রাজ্যকে নির্দেশ মানতেই হবে। রাতে সেই চিঠির উত্তর দেন রাজীব সিনহা। উল্লেখ্য, আজ, বুধবার ফের শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল

.