সকালেই শীতের আমেজ, শহরে এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

, জেলার ক্ষেত্রে মঙ্গলবার তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর

Updated By: Dec 3, 2019, 09:23 AM IST
সকালেই শীতের আমেজ, শহরে এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদন: শীত কবে আসবে তা আলোচনার শেষ নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পারদ নামতে শুরু করবে রাজ্যে।  সেটাই হল মঙ্গলবার। সকালেই মিলল শীতের আমেজ।

আরও পড়ুন-জালিয়াতি রুখতে বাইক পেট্রোলিংয়ের মাধ্যমে কলকাতা জুড়ে এটিএমে নজরদারি চালাবে পুলিস

উত্তর-পশ্চিম শীতল হাওয়ার ধাক্কায় কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি। মঙ্গলবার পারদ গিয়ে দাঁড়াল ১৬ ডিগ্রির কোটায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি।  সোমবার এই তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি। আগামী দুদিন রাজ্যে বইবে শীতল হাওয়া।

আরও পড়ুন-ষষ্ঠবার ব্যালন ডি’ওর জিতে রেকর্ড বুকে লিওনেল মেসি

অন্যদিকে, জেলার ক্ষেত্রে মঙ্গলবার তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে তা ১২-১৩ ডিগ্রিতেও নেমে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কোথাও কোথাও হালকা কুয়াশা। আগামী কয়েকদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

.