বন সহায়ক পদে নিয়োগে 'অস্বচ্ছতা', রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ High Court-র

প্যানেল বাতিলের দাবিতে ইতিমধ্যেই SAT-র হয়েছেন বেশ কয়েকজন কর্মপ্রার্থী।

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Feb 10, 2021, 05:17 PM IST
বন সহায়ক পদে নিয়োগে 'অস্বচ্ছতা', রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ High Court-র

নিজস্ব প্রতিবেদন: দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তদন্তের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বন সহায়ক পদে নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার। আদালত জানতে চায়, কীভাবে নিয়োগ হয়েছে? মেধাতালিকারইবা কী অবস্থা? ৪ মার্চের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি।

ভোটের মুখে বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এরপর তাঁর আমলে বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুরদুয়ারে জনসভায় নাম না করে বলেন, 'আমি জানি যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ছিল, বন সহায়তা স্কিমে আমাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছে। আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে।' এমনকী ঘোষণাও করে দেন, যে নির্বাচন ঘোষণা হলেও তদন্ত চলবে। যেদিন বন সহায়ক পদ নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তে অনুমোদন দেয় রাজ্য় মন্ত্রিসভা, সেদিনই প্যানেল বাতিলের দাবিতে SAT-র মামলা করেন বেশ কয়েকজন কর্মপ্রার্থী। এবার সেই মামলা গড়াল হাইকোর্টেও (Calcutta High Court)।

আরও পড়ুন: \'জোড়াবাগান নাবালিকা গণধর্ষণকাণ্ডে জড়িয়ে আরও অনেকে', CBI তদন্ত চায় পরিবার

বন সহায়ক পদে নিয়োগের পরীক্ষার বসেছিলেন মালদহের কৌশিক ঘোষ-সহ আরও বেশ কয়েকজন। নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) মামলা করেছেন তাঁরা। সেই মামলার প্রেক্ষিতেই এদিন রাজ্যেকে হলফনামা পেশের নির্দেশ দিল আদালত। গত বছরের নভেম্বরে বিজ্ঞপ্তি জারি করেছিল বন দপ্তর। ইন্টারভিউ পর্ব শেষে সফল কর্মপ্রার্থীদের নিয়োগ করা হয় বন সহায়ক পদে।  

.