TMC| Aparajita Bill: অপরাজিতা বিল কার্যকরের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল!
TMC| Aparajita Bill: আগামীকাল, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন দলের মহিলা সাংসদরা।
![TMC| Aparajita Bill: অপরাজিতা বিল কার্যকরের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল! TMC| Aparajita Bill: অপরাজিতা বিল কার্যকরের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/12/521025-athaya.jpg)
প্রবীর চক্রবর্তী: অপরাজিত বিল নিয়ে এবার দিল্লির দরবারে তৃণমূল। রাষ্ট্র দ্রৌপদী মুর্মু সঙ্গে দেখা করতে যাচ্ছে দলের মহিলা সাংসদদের প্রতিনিধি দল। কবে? আগামীকাল, বৃহস্পতিবার।
ঘটনাটি ঠিক কী? আরজি কাণ্ডে তখন উত্তাল রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিত্সককে ধর্ষণ ও খুনের তদন্ত করছিল সিবিআই। অভিযুক্তের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ধর্ষণ-বিরোধী একটি বিলও পেশ করা হয় বিধানসভায়। নাম, 'অপরাজিতা ওমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল' অ্যামেনমেন্ট) বিল ২০২৪ (Aparajita Women-Child Bill 2024)। বিধানসভায় সর্বসম্মতিক্রমে সেই বিল পাসও হয়ে গিয়েছে। কিন্তু রাষ্ট্রপতি এখনও বিলে স্বাক্ষর করেননি।
এর আগে, চলতি বছরের গোড়ায় অপরাজিতা বিল কার্যকর করার দাবিতে পথে নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। কর্মসূচি নাম, 'চাই সত্বর অপরাজিতায় স্বাক্ষর'। রাজ্যজুড়ে মিছিল হয়েছিল। ওয়াকিবহালের মহলে মতে, এই ইস্যুতে দিল্লির উপরে চাপ বাড়াতে চাইছে রাজ্যের শাসকদল।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'তৃণমূল চাপ বাড়ানোর জন্য যাচ্ছে না, চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দিল্লি যাচ্ছে'। তাঁর দাবি, 'তৃণমূলের সবচেয়ে বড় সহযোগী আপ। মুখ্যমন্ত্রী যখন দিল্লি সফরে থাকতেন, ততক্ষণ পর্যন্ত তার সফর শেষ হত না, যতক্ষণ না পর্যন্ত তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতেন। এখন ভাই চলে গিয়েছে, দিদির যাওয়ার পালা। জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য যাচ্ছেন'।
শমীক বলেন, 'মৃত্যুদণ্ড এই ধরণের নোংরা কাজ যাঁরা করছেন, তাঁদের অবশ্যই হওয়া উচিত। সঞ্জয়ের ফাঁসি অবশ্যই হওয়া উচিত। আমরা সেটার পক্ষে। কিন্তু যে মানুষগুলি এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল, প্রমাণ লোপাট করল, সূর্যাস্তের পরে ময়নাতদন্তে করে দেহ দাহ করে দিল, তাঁদের কী হবে! তাঁদের জন্য় কি কোন বিল আসছে'!
আরও পড়ুন: Kolkata Yellow Taxi: এসে গেল কলকাতার হলুদ ট্যাক্সি নিয়ে বড় খবর! 'আপডেট' শুনলে চমকে উঠবেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)