সল্টলেকে মহিলা যাত্রীকে নিগ্রহের ঘটনায় উবেরকে শোকজ পরিবহণ দফতরের

সল্টলেকে মহিলা যাত্রীকে নিগ্রহের ঘটনা। উবেরকে শোকজ করল পরিবহণ দফতর। ৭দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে এই বেসরকারি ক্যাব সংস্থার থেকে। একই সঙ্গে গাড়ির সংখ্যা ও যাত্রী নিরাপত্তা নিয়ে অন্য লাক্সারি ট্যাক্সি সংস্থাগুলিকেও তথ্য দিতে নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর।

Updated By: Jul 12, 2016, 09:02 AM IST
সল্টলেকে মহিলা যাত্রীকে নিগ্রহের ঘটনায় উবেরকে শোকজ পরিবহণ দফতরের

ওয়েব ডেস্ক: সল্টলেকে মহিলা যাত্রীকে নিগ্রহের ঘটনা। উবেরকে শোকজ করল পরিবহণ দফতর। ৭দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে এই বেসরকারি ক্যাব সংস্থার থেকে। একই সঙ্গে গাড়ির সংখ্যা ও যাত্রী নিরাপত্তা নিয়ে অন্য লাক্সারি ট্যাক্সি সংস্থাগুলিকেও তথ্য দিতে নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর।

আরও পড়ুন এবার হেলমেট না পরলে পেট্রোলও কিনতে পারবেন না!

গত ৪ঠা জুলাই জেডি ব্লকে যাওয়ার উদ্দেশে উবেরে ওঠেন এক তরুণী এবং তাঁর বন্ধু। বেলেঘাটা কানেক্টরে বন্ধুকে নামিয়ে দেওয়ার কথা বলেন তরুণী। অভিযোগ, সেইসময় চালক রাজি না হলেও পরে তরুণীর বন্ধুকে বেলেঘাটা কানেক্টরে নামিয়ে দেয় উবের চালক। তরুণীর অভিযোগ, এরপর তাঁর বাড়ির কিছুটা আগেই তাঁকে নামিয়ে দেয় উবের চালক। তরুণীর সঙ্গে বচসা বাধে তার। এমনকি তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করে উবের চালক। এমনই অভিযোগ করেন ওই তরুণী। পরে উবেরচালক সন্তু প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন দলকে বিপথে চালিত করছেন আব্দুল মান্নান: তোপ দাগলেন মানস ভুঁইঞা

.