কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণে মারার হুমকির অভিযোগ

অশান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়া বিতর্ক। এবার উপাচার্যকে প্রাণে মারার হুমকির অভিযোগ। জল গড়াল থানা-পুলিস পর্যন্ত। ভোটের জন্য পরীক্ষা পিছনোর দাবিতে অনড় পড়ুয়ারা আজ মহামিছিলে পা মেলান। যদিও পরীক্ষা পিছবে না, এই অবস্থানে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Updated By: Mar 11, 2016, 07:02 PM IST
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণে মারার হুমকির অভিযোগ

ওয়েব ডেস্ক: অশান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়া বিতর্ক। এবার উপাচার্যকে প্রাণে মারার হুমকির অভিযোগ। জল গড়াল থানা-পুলিস পর্যন্ত। ভোটের জন্য পরীক্ষা পিছনোর দাবিতে অনড় পড়ুয়ারা আজ মহামিছিলে পা মেলান। যদিও পরীক্ষা পিছবে না, এই অবস্থানে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 [ভিসি বেঁচে ফিরতে পারবে না
কপালে দুঃখ আছে...]
সোশ্যাল মিডিয়ায় এক বিক্ষোভকারী ছাত্রীর কয়েকটি লাইন। তাতেই হুলস্থুল কাণ্ড। উপাচার্য সুগত মারজিতকে প্রাণে মারার হুমকির অভিযোগ। এনিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগে শুক্রবার জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আজ জোড়াসাঁকো থানায় এই মর্মে অভিযোগ দায়ের করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিত। সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভকারী এক ছাত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই এই অভিযোগ। মণীন্দ্রচন্দ্র কলেজের এক ছাত্র গতকাল মেল করে ওই ছাত্রীর বক্তব্য উপাচার্যের কাছে পৌছে দেন। তারপরই জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্য। পরীক্ষাসূচি বদলের দাবিতে আজও কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বসানো হয়েছে কড়া পুলিসি প্রহরা।

ভোটের জন্য পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে আজও আন্দোলনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা। কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল পড়ুয়াদের। সেখান থেকে বিক্ষোভকারীদের একাংশ যান রাজভবনে বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে। একাংশ বিক্ষোভকারী নিজেদের দাবিদাওয়া নিয়ে দ্বারস্থ হন নির্বাচন কমিশনের।

.