WB assembly election 2021: আনন্দপুরে TMC-BJP সংঘর্ষ, পুলিসের লাঠিচার্জ
থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ।
![WB assembly election 2021: আনন্দপুরে TMC-BJP সংঘর্ষ, পুলিসের লাঠিচার্জ WB assembly election 2021: আনন্দপুরে TMC-BJP সংঘর্ষ, পুলিসের লাঠিচার্জ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/11/315950-untitled-2021-04-11t235557.485.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভোটবঙ্গে অশান্তি অব্য়াহত। তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল কলকাতার আনন্দপুর থানা এলাকায়। পুলিসের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। আহত বেশ কয়েকজন। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে পথ অবরোধ করে চলল বিক্ষোভ।
ঘটনার সূত্রপাত এদিন সন্ধেবেলায়। আনন্দপুর থানার পশ্চিম চৌবাগা এলাকায় পার্টি অফিসে যখন বসেছিলেন বিজেপি কর্মী-সমর্থক, তখন তাঁদের তৃণমূল কর্মীরা গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ। এরপরই দু'দলের সমর্থকদের মধ্য়ে হাতাহাতি শুরু হয়ে যায়। এমনকী, চলে বোতল ছোঁড়াছুড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন: করোনা সংক্রমণের নয়া রেকর্ড বাংলায়, আক্রান্তের সংখ্যা ৪ হাজারেরও বেশি
বিজেপির অভিযোগ, তাদের দলের সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে পুলিস। লাঠির আঘাতে জখম হন বেশ কয়েকজন। প্রতিবাদে থানার সামনে জমায়েত করে বিজেপি কর্মীরা পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবরোধ করা হয় থানার সামনে রাস্তা। দাবি একটাই, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। এদিকে আবার বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা গালিগালাজ করার অভিযোগ তুলেছে তৃণমূলও।