সিঙ্গুরে বাম প্রার্থী রবীন দেব, সুজন চক্রবর্তী যাদবপুরে, লড়াইয়ে নেই বুদ্ধ-গৌতম-নিরুপম

যাদবপুর থেকে ভোট লড়তে পারেন সুজন চক্রবর্তী। এই কেন্দ্রে গতবার লড়েছিলেন তত্‍কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Updated By: Mar 7, 2016, 06:26 PM IST
সিঙ্গুরে বাম প্রার্থী রবীন দেব, সুজন চক্রবর্তী যাদবপুরে, লড়াইয়ে নেই বুদ্ধ-গৌতম-নিরুপম

ওয়েব ডেস্ক: কংগ্রেসের জন্য কিছু আসন ছেড়ে এবং অমীমাংসিত কিছু আসন বাদ রেখে আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামেরা।

সূত্রের খবর আজই ১৭৫টি থেকে ১৮০টি আসনে প্রার্থী ঘোষণা করবে বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রাখা হচ্ছে সূর্যকান্ত মিশ্রকেই। তিনি দাঁড়াচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে। সুজন চক্রবর্তী যাদবপুরে প্রার্থী হবেন। কান্তি গাঙ্গুলি লড়বেন রায়দিঘি থেকে। রবীন দেব দাঁড়াবেন সিঙ্গুরে। অমীয় সাউ লড়বেন বাঁকুড়ার তালডাঙায়। মানস মুখার্জি কামারহাটিতে মদন মিত্রের বিরুদ্ধে প্রার্থী হবেন। পলাশ দাস দাঁড়াবেন বিধাননগর থেকের অসুস্থতার কারণে লড়বেন না গৌতম দেব।

প্রার্থী তালিকায় নেই গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষের নামও। আরএসপির থেকে এবার আর ভোটে লড়বেন না ক্ষিতি গোস্বামী। তালিকায় রয়েছে সুভাষ নস্কর, বিশ্বনাথ চৌধুরী, তপন হোড়দের নাম। সিপিআই থেকে ভোটে প্রার্থী হচ্ছেন শ্রীকুমার মুখোপাধ্যায়,আনন্দ মণ্ডল।

.