ভিলেন ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাকফুটে উত্তুরে হাওয়া

নামেই শীত কাল। তবু এখনও অধরা শীতের আমেজ। উল্টে বাড়ছে তাপমাত্রার পারদ। দিন দুয়েক আগেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উত্তর পশ্চিমের রাজ্য গুলিতে তাপমাত্রা বেড়েছে। উত্তুরে বাতাসের দাপট কমেছে তাই শীতের আমেজ ব্যাকফুটে।

Updated By: Nov 1, 2014, 08:01 PM IST
ভিলেন ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাকফুটে উত্তুরে হাওয়া

ব্যুরো: নামেই শীত কাল। তবু এখনও অধরা শীতের আমেজ। উল্টে বাড়ছে তাপমাত্রার পারদ। দিন দুয়েক আগেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উত্তর পশ্চিমের রাজ্য গুলিতে তাপমাত্রা বেড়েছে। উত্তুরে বাতাসের দাপট কমেছে তাই শীতের আমেজ ব্যাকফুটে।

পশ্চিমীঝঞ্ঝা না থাকায় শীতের আমেজ থেকে বঞ্চিত হচ্ছেন শহরবাসী। এর জন্য দায়ী অবশ্যই আরব সাগরের উপর তৈরী  হওয়া ঘূর্ণিঝড় নিলোফার। ঘূর্নিঝড়ের শক্তি কমেছে। তবে এর প্রভাবে বাতাসে বেড়েছে জলীয়বাষ্প। সে কারনেই নভেম্বরের শুরুতেও উত্তর পশ্চিমের রাজ্য গুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশী। উত্তুরে বাতাসও বেশ দুর্বল।

কখনোও আরব সাগর আবার কখনোও বঙ্গোপসাগরের উপর তৈরী হওয়া একের পর এক  ঘূর্নিঝড়,নিম্নচাপ ,ঘূর্ণাবর্ত শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিন এই অবস্থার পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

.