ফোন বদলেও পাওয়া যাবে পুরনো রেকর্ড, ব্যাক-আপে থাকবে ভিডিও, চ্যাট
বারবার ফোন বদলালেও, আর হারিয়ে যাবে না পুরনো ফোনের রেকর্ড । এখন থেকে প্রতিটি নতুন অ্যান্ড্রয়েড ফোনেই থেকে যাবে পুরনো ফোনের ডেটা। পুরনো চ্যাট ফের দেখতে পাবেন নতুন ফোনে। গুগুল ড্রাইভের সাহায্য নিয়ে প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহকই এই সুবিধা পাবেন।
ওয়েব ডেস্ক: বারবার ফোন বদলালেও, আর হারিয়ে যাবে না পুরনো ফোনের রেকর্ড । এখন থেকে প্রতিটি নতুন অ্যান্ড্রয়েড ফোনেই থেকে যাবে পুরনো ফোনের ডেটা। পুরনো চ্যাট ফের দেখতে পাবেন নতুন ফোনে। গুগুল ড্রাইভের সাহায্য নিয়ে প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহকই এই সুবিধা পাবেন।
কয়েকদিনের মধ্যেই এই সুবিধাগুলি বাজারে নিয়ে আসবে অ্যান্ড্রয়েড। ওয়াই- ফাই ব্যাবহার করেও এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে গুগুল ড্রাইভের সমস্ত পুরনো রেকর্ড। হোয়াটস অ্যাপের সব ছবি,ভিডিও গুগুল ড্রাইভে ব্যাক-আপ হিসেবে থেকে যাবে। সেই সব ছবি বা ভিডিও অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী গ্রাহক নিজের মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন।
iOS ব্যাবহারকারীরা iCloud এর মাধ্যমে পুরনো রেকর্ড রেখে দিতে পারবেন। অতএব হ্যাপা ছাড়াই এবার থেকে বার বার বদলে ফেলুন পুরনো ফোন।