গ্যাংনামের জনপ্রিয়তা উপচে পড়ল ইউ টিউবের পাত্র
ওয়েব ডেস্ক: ইউ টিউবে সবচেয়ে জনপ্রিয় ভিডি গ্যাংনাম স্টাইলের নয়া কীর্তি। ইউটিউবের সীমানাই ভেঙে দিলো দক্ষিণ কোরিয়ান র্যাপার সাইয়ের 'গ্যাংনাম স্টাইল'। ইউটিউবে কোন ভিডিও ক বার দেখা হয়েছে, সে সংখ্যা গণনা করার সীমা ছাড়িয়ে গেল গানটি। এখনও পর্যন্ত ২১৫ কোটি ২২ লাখ ১৮ হাজার ৫৮ বার দেখা হয়েছে ভিডিওটি।
ইউটিউব এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, 'আমরা ভাবতেও পারিনি কোনো ভিডিও ৩২ বিটের পূর্ণসংখ্যার (২১৪ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৬৪৭) চেয়েও বেশিবার দেখা হতে পারে।এই গানের কারণে আমাদের প্রতিনিয়ত নিজেদেরকে সংস্কার করতে হয়েছে। ‘সাইয়ের ভিডিওটি গুনতে গেলে গণিতের জাদু দেখা যায়।' ২০১২ সালের ডিসেম্বরের মধ্যেই গ্যাংনাম স্টাইল গানটি ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ড গড়ে। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠিয়েছে গানটি।
ইউটিউবে দেখা যায় ২,১৪৭,৪৮৩,৬৪৭ পর্যন্ত ভিউজ। এটা বদলে ভিজট গণনায় ৬৪ বিটের পূর্ণসংখ্যা আনার কথা ভাবছে ইউটিউব।