ফের দাম বাড়ল সোনার! জেনে নিন আজকের দর
আসুন এক নজরে দেখে নেওয়া যাক...
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/24/171263-sudip2.jpg?itok=f8x2KbO2)
![ফের দাম বাড়ল সোনার! জেনে নিন আজকের দর ফের দাম বাড়ল সোনার! জেনে নিন আজকের দর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/02/237205-gold.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের বাড়ল সোনার দাম। বিয়ের মরশুমে সোনা খুবই জরুরী। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে সোনার দামেও ওঠা নামা চলতেই থাকে। শনিবার, রবিবার দাম আংশিক কমলেও আজ ফের বাড়ল সোনার দর। আসুন এক নজরে দেখে নেওয়া যাক...
২২ ক্যারেট সোনার দাম হল:
গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,০৯৯ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪,১০০ টাকা।
গতকাল ৮ গ্রাম সোনার দাম ছিল ৩৩ হাজার ৭৯২ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৩২ হাজার ৮০০ টাকা।
গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪০ হাজার ৯৯০ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪১ হাজার টাকা।
গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৪ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১০ হাজার টাকা।
২৪ ক্যারেট সোনার দাম হল:
গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪ হাজার ২৮৯ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৯০ টাকা।
গতকাল ৮ গ্রাম সোনার দাম ছিল ৩৪ হাজার ৩১২ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৩২০ টাকা।
গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪২ হাজার ৮৯০ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪২ হাজার ৯০০ টাকা।
গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৪ লক্ষ ২৮ হাজার ৯০০ টাকা। আজ যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২৯ হাজার টাকা।