বাঁ হাতিদের নিয়ে ৫টি অজানা এবং মজাদার তথ্য
আসন্ন বিধানসভা নির্বাচনে বাম আর ডান (কংগ্রেস) জোট হবে নাকি হবে না, এই দিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী। নির্বাচনে দুদল এক হয়ে লড়বে কিনা সময়ই বলবে। কিন্তু মানুষকে তো জীবনে ডান আর বাঁ দুটো হাত নিয়েই চলতে হয়। কিন্তু বাঁ হাতিদের সম্পর্কে আর কতটুকুই বা জানি আমরা। তাই আজ ''বামপন্ধী''-দের নিয়ে কয়েকটা অজানা তথ্য।কারণ, বাঁ হাতিরা আমাদের যে সবসময়ই একটু বাড়তি আকর্ষণ করেন।
ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে বাম আর ডান (কংগ্রেস) জোট হবে নাকি হবে না, এই দিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী। নির্বাচনে দুদল এক হয়ে লড়বে কিনা সময়ই বলবে। কিন্তু মানুষকে তো জীবনে ডান আর বাঁ দুটো হাত নিয়েই চলতে হয়। কিন্তু বাঁ হাতিদের সম্পর্কে আর কতটুকুই বা জানি আমরা। তাই আজ ''বামপন্ধী''-দের নিয়ে কয়েকটা অজানা তথ্য।কারণ, বাঁ হাতিরা আমাদের যে সবসময়ই একটু বাড়তি আকর্ষণ করেন।
১) আমাদের এই পৃথিবীতে ১০ থেকে ১২ শতাংশ লোক বাঁ হাতেই কাজ করেন।
২) পরিসংখান দিয়ে অনেক সময় ডাক্তাররা বলেন, বাঁ হাতিরা ডান হাতিদের থেকে ৯ বছর কম বাঁচে গড়ে।
৩) পরিসংখ্যান বলে বাঁ হাতিরা বেশি পরিমান মদআসক্ত হয়।
৪) লেফ্ট শব্দটি এসেছে লিফট (lyft) শব্দটি থেকে। এর অর্থ ভাঙা কিংবা দুর্বল।
৫) বলা হয়, ডান হাতিদের থেকে বাঁ হাতিরা অনেক বেশি অপরিচ্ছন্ন হন।