WhatsApp New Rule: আর দেখা যাবে না ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচারস, তাহলে?
WhatsApp New Rule: ব্যবহারকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপে আসছে নতুন চমক। এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা লুকিয়ে করতে পারবেন চ্যাট...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুঠো ফোনে বন্দি জীবনে হোয়াটসঅ্যাপ নিত্যনৈমিত্তিক কাজের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। এই কারণেই হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপে আসছে নতুন চমক। এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা লুকিয়ে করতে পারবেন চ্যাট। মূলত ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার্থেই তৈরি হচ্ছে এই নতুন ফিচার।
আরও পড়ুন: Gold Rate Today: হিরের দামে সোনা, সোনার দামে রুপো! বাজেটেও মিলল না স্বস্তি...
এখনও অবধি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাট করার সময় একে অপরের নম্বর দেখতে পান কিন্তু ভবিষ্যতে এই নতুন ফিচার এলে অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা ব্যবহারকারীরা আর দেখতে পাবেননা কোন নম্বর। টেলিগ্রামের মতোই ব্য়বহারকারীদের নাম দিয়ে খুঁজলে পাবেন হোয়াটসঅ্যাপ ইউজারদের। বিশ্বজুড়ে প্রতারণা ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা। আগে একটি গ্রুপের মানুষেরা একে অপরের নম্বর দেখতে পেতেন অতি সহজে। কিন্তু বাজারে নতুন ফিচার আসায় প্রাইভেসি মোড অন রাখার ফলে আর একে অপরের নম্বর দেখতে পাননা গ্রুপের সদস্যরা।
আরও পড়ুন: One day tour plan: একদিনের জন্য ঘুরতে যেতে চান তবে ঘুরে আসুন...
বছর শেষে দেখেছি হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপে এনেছিল প্রচুর নতুন ফিচার যার ফলে 'গুগল পে'-র মতো টাকার আদান প্রদান করা যাচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়েই, অনেক আগেই দেখেছি গুগল ম্যাপের মতো লোকেশান শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ থেকেই। এছাড়াও তারা বছর শেষে এনেছিল নতুন ফিচার যার ফলে অতি সহজেই এআই ফিচার ব্যবহার করে খুব সহজে উইকিপিডিয়ার মতো খুঁজে পাওয়া যাচ্ছিল গুরুত্বপূর্ণ সকল তথ্য। এবার আসছে নতুন ফিচার যার ফলে আর হয়রানির শিকার হতে হবেনা কোন মানুষকে এবং নিরাপদে থাকবে নিজের মোবাইল নম্বরটি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)