সাবধান, অ্যানড্রয়েড ফোন হ্যাকিংয়ের সম্ভাবনা প্রবল। হ্যাক হয়ে গেল স্পটিফাই
খুব সাবধান অ্যানড্রয়েড ফোনের ব্যবহারকারীরা। যে কোনও সময় আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে। কারণ ইউরোপের বেশ কয়েকজন দক্ষ পেশাদার হ্যাকররা অ্যানড্রয়েড ফোনের বেশ কিছু অ্যাপলিকেশনের কোড ভেঙে ফেলতে সামর্থ্য হয়েছে।
খুব সাবধান অ্যানড্রয়েড ফোনের ব্যবহারকারীরা। যে কোনও সময় আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে। কারণ ইউরোপের বেশ কয়েকজন দক্ষ পেশাদার হ্যাকররা অ্যানড্রয়েড ফোনের বেশ কিছু অ্যাপলিকেশনের কোড ভেঙে ফেলতে সামর্থ্য হয়েছে।
এই যেমন বিশ্বের বৃহত্তম মিউজিক স্ট্রিমিং সার্ভিস `স্পটিফাই` হ্যাক হয়ে গিয়েছে। আজ সকালে অ্যানড্রয়েড ফোনের ব্যবহারকারীরা এই স্পটিফাই অ্যাপস ব্যবহার করলেই তাঁদের ফোন হ্যাক হয়ে যাচ্ছিল। যদিও স্পিফাই কর্তৃপক্ষ জানায়, কেবলমাত্র একজন ব্যবহারকারীর ফোনই হ্যাক করতে সক্ষম হয় হ্যাকররা। বাস্তবে অবশ্য সংখ্যাটা অনেক বেশি ছিল। কিছু পরেই অবশ্য `স্পটিফাই` অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দেয় তাদের অ্যাপস ব্যবহার করার আগে নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে।
এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে। `স্পটিফাই`য়ের মত এত বড় সংস্থার হ্যাকিংয়ে উদ্বেগ এখন আতঙ্কে পরিণত হয়েছে।